Breaking News

অর্থকষ্টে কিড স্ট্রিটের হোটেলের ঘরে আত্মহত্যার চেষ্টা!মায়ের মৃত্যু,মেয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাড়ি বিক্রি করে হোটেলেসেই হোটেলেই মায়ের রহস্যমৃত্যু। অচেতন অবস্থায় উদ্ধার মেয়ে। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায় | কিড স্ট্রিটের এক হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মা-মেয়ে দুজনকেই। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। সেখানেই চিকিৎসকরা মাকে মৃত বলে ঘোষণা করেন। ওদিকে মেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, মায়ের নাম পলি মিত্র। বয়স ৫৫ বছর। মেয়ের নাম ইশিতা মিত্র। বয়স ৩৫ বছর। পুলিশ সূত্রে খবর, পলি মিত্র মেয়েকে নিয়ে ওই হোটেলে উঠেছিলেন। আর এদিন দু’‌জনকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। তবে দেহের পাশেই পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। দু’‌জনই কলকাতার হরিদেবপুরের বাসিন্দা।
গত ৮ জুন থেকে তাঁরা এই হোটেলে থাকতে শুরু করেন। প্রাথমিক তদন্তে আর্থিক সমস্যার জেরে মানসিক অবসাদ এবং আত্মহত্যার তত্ত্ব উঠে এসেছে। সবটা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্ত করার পর বিষয়টি পরিষ্কার হবে।পুলিশ যে সুইসাইড নোট পেয়েছে সেটা থেকে মানসিক অবসাদ এবং আর্থিক সমস্যার কথা জানতে পেরেছে। এই রহস্যমৃত্যুর নেপথ্যে আসল ঘটনা কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অবসাদের জেরেই কি মা–মেয়ের আত্মহত্যার চেষ্টা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। হোটেলের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই আত্মহত্যা বা হত্যা যাই হয়ে থাক সেটি ঘটেছে বেশি রাতের দিকে। ঘর থেকে কেউ বের হচ্ছে না দেখে হোটেল কর্মীদের সন্দেহ হয়। তখন তাঁরা খোঁজ করতে গিয়ে সাড়া পান না। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশে খবর দেন তাঁরা। মায়ের মৃত্যু হলেও বরাতজোরে রক্ষা পেয়েছেন মেয়ে। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *