Breaking News

২১ জুলাই কোন কোন রাস্তা বন্ধ? কোনটা খোলা, যান চলাচলের কী অবস্থা হবে জেনে নিন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ রয়েছে এসপ্ল্যানেডে ভিক্টোরিয়া হাউসের সামনে। এই উপলক্ষ্যে বিশাল জমায়েতের হবে শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছেন প্রচুর মানুষ। এছাড়া শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা মিছিল করে আসবেন এই সমাবেশে যোগ দিতে। ফলে যান চলাচল ব্যাহত হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার কলকাতার রাস্তায় একান্তই যদি বেরোতে হয়, তবে ধর্মতলার কাছে না ঘেঁষাই মঙ্গল। এ বিষয়ে ট্র্যাফিক পুলিশের পরিকল্পনা আগে থেকে জেনে রাখা দরকার।
কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।আর্মহার্স্ট স্ট্রিটে উত্তর থেকে দক্ষিণে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তরে, কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, ব্রেবর্ন রোডে উত্তর থেকে দক্ষিণে, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে, বিবি গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে, বেন্টিঙ্ক স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্বে এবং বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত, রবীন্দ্র সরণিতে দক্ষিণ থেকে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।কলকাতা পুলিশের অধীন সমস্ত এলাকায় শুক্রবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও ধরনের মালবাহী যান চালানো যাবে না (ব্যতিক্রম গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, সব্জি, ফল এবং দুধ পরিবহণকারী যান)।

জেনে নিন কোন কোন দিক মিছিল বের হবে |

১.শ্যামবাজার পাঁচমাথা মোড়: ভূপেন বসু অ্যাভিনিউ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে, বিধান সরণি হয়ে কলেজ স্ট্রিট ও গণেশ চন্দ্র অ্যাভিনিউ হয়ে ধর্মতলা মূল মঞ্চে ঢুকবে একটি মিছিল।

২. হাজরা মোড়: শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে, আশুতোষ মুখার্জি রোড ও জহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা ঢুকবে একটি মিছিল।

৩. হাওড়া স্টেশন: ব্রেবোর্ন রোড, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস ও পোদ্দার কোর্ট হয়ে একটি মিছিল ধর্মতলায় ঢুকবে।

৪. শিয়ালদহ স্টেশন: এজিসি বোস রোড, মৌলালির এসএন ব্যানার্জি রোড ও জহরলাল নেহেরু রোড হয়ে একটি মিছিল ধর্মতলা ঢুকবে।

৫. কলকাতা স্টেশন: রায়চরণ সাধুখাঁ রোড আরজি কর রোড, শ্যামবাজার, বিধান সরণি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট গনেশ চন্দ্র অ্যাভিনিউ চিত্ররঞ্জন অ্যাভিনিউ হয়ে একটি মিছিল সভায় আসবে।

৬. বন্দর এলাকা: গার্ডেনরিচ রোড, বাবুবাজার, খিদিরপুর মোড়, হেস্টিংস মোড় হয়ে খিদিরপুর রোড ধরে এই মিছিল ধর্মতলার ঢুকবে।

৭. ট্যাংরা: গোবিন্দ খটিক রোড, পুলিন খটিক রোড হয়ে সিআইটি রোড ধরে, মৌলালি এসএন ব্যানার্জি রোড হয়ে এই মিছিল ধর্মতলা ঢুকবে।

৮.গীতাঞ্জলি স্টেডিয়াম, কসবা: এখান থেকে তৃণমূল কর্মী সমর্থকরা বাস ধরে হাজরা মোড়ে আসবেন। হাজরা মোড় থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে, আশুতোষ মুখার্জি রোড ও জহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা ঢুকবে একটি মিছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *