প্রসেনজিৎ ধর, কলকাতা :- সংরক্ষিত আসনে টেটের পাশ নম্বর কত, তা নিয়ে ভিন্নমত পোষণ করেছিলেন দুই বিচারপতি। সেই মামলা এবার গেল কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ আগামী ১৬ আগস্ট সেই মামলা শুনবে।বৃহস্পতিবার সবপক্ষের আইনজীবীরা ওই এজলাসে গিয়ে মামলাটি দ্রুত শুনানির আবেদন করেন।১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। টেট পাশের জন্য সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ ধার্য ছিল। সেই অর্থে ৮২.৫ পেলে সংরক্ষিত আসনের প্রার্থীরা পাস করতেন। এনসিটিই-এর নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা ৮২ নম্বর পেলেই এ ক্ষেত্রে তাঁদের উত্তীর্ণ বলে ধরা হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি, ১৫০-এর মধ্যে ৮২ নম্বর আসলে ৫৪.৬৭ শতাংশ। অর্থাৎ, নিয়ম অনুযায়ী ৫৫ শতাংশ হচ্ছে না।