প্রসেনজিৎ ধর, কলকাতা :- ধর্মতলায় শহিদ দিবসের অনুষ্ঠান শেষে সোজা হাওড়া মঙ্গলাহাটে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, সিআইডি ও হাওড়া পুলিশ কমিশনারেট যৌথভাবে তদন্ত করবে। তিনদিনের মধ্যে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে হবে। ইতিমধ্যেই মঙ্গলাহাটে আগুন লাগার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। মমতা বলেন, তাও খতিয়ে দেখবে প্রশাসন। মমতার কথায়, “সিআইডি, হাওড়া কমিশনারেট মিলিয়ে তদন্ত করছে। কেউ আগুন লাগিয়েছে কি না দেখা হবে। এতো কর্মসংস্থান বারবার জ্বালিয়ে দেবে তা হতে পারে না।”গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হাওড়ার মঙ্গলাহাট। একের পর এক শাড়ির দোকানে আগুন। কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শুক্রবার ২১ জুলাইয়ের সভা শেষ করেই ঘটনাস্থল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন দুপুরে মঙ্গলাহাটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সেইসঙ্গে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তার কারণ খুঁজে বের করতে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।