Breaking News

‘পার্লামেন্টে তৃণমূল সাংসদদের ঢুকতে দেব না’, অভিষেকের বাড়ি ঘেরাও কর্মসূচির পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এ ধরনের ‘অসভ্যতা’ করলে পাল্টা হিসাবে বিজেপি কী করবেন তা জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে পঞ্চায়েত ভোটে হিংসায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই এক পথসভা থেকে তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচির পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী।শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের বকেয়া আদায়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট তৃণমূল কর্মীরা ৮ ঘণ্টা ধরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখবেন বলে জানান তিনি।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, ঘেরাও হবে, তবে ১০০ মিটার দূরে। আর বাড়িতে ঢুকতে – বেরোতে বাধা যেন কেউ না পায়। কর্মসূচি পালন হবে ব্লক স্তর থেকে। এর জবাবে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমাদের সমস্ত কর্মীদের বাড়িকে, তাদের স্ত্রী, পুত্র, পরিবারকে, তাদের বাবা – মাকে রক্ষা করার দায়িত্ব বিজেপির। বিরোধী দলনেতা হিসাবে আমি এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখব। এর ফল মারাত্মক হবে এই হুঁশিয়ারিও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে রাখলাম।তৃণমূলের শহিদ দিবসকে ‘ডিম-ভাতের উৎসব’ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “আজ ডিম-ভাতের উৎসবে অহঙ্কার দেখুন। ৫ অগস্ট বিজেপির ছোট থেকে বড় নেতাদের বাড়ি নাকি ঘিরবে। নেতাদের বাড়ি বন্ধ থাকবে। বয়স্ক ছাড়া কাউকে ঢুকতে দেবে না। অভিষেক শুনে রাখুন আপনার বিরুদ্ধে এফআইএর-এর কপি নিয়ে কোর্টে যাচ্ছি। এক জনের বাড়িতে কে ঢুকবে, কে বেরবে, সংবিধানের মৌলিক অধিকার বাবা সাহেব অম্বেদকর দিয়ে গিয়েছেন। একটা বিজেপি কর্মীর কাছে ঘেরাও করে দেখুন, দিল্লিতে সংসদে আপনাদের সাংসদদের ঢুকতে দেব না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *