দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভার অধিবেশন নিয়ে অবশেষে জট কাটল। নানা জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ২৪ জুলাই থেকেই শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। জানা যাচ্ছে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কথা হয়েছে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গেও।
অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের কথার পর শেষ পর্যন্ত জট কাটল। ২৪ জুলাই থেকেই হবে বিধানসভার বাদল অধিবেশন। এদিকে ২৪ জুলাই মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ওই দিনের মন্ত্রিসভার বৈঠক নবান্নেই হতে চলেছে।চলতি সপ্তাহে রাজ্য সরকার রাজভবনে ফাইল পাঠিয়েছিল রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন বসানোর জন্য রাজ্যপালের প্রয়োজনীয় অনুমতি চেয়ে। কিন্তু রাজ্যপাল সেই অনুমতি না দিয়ে ফাইল আটকে রাখেন ও রাজ্যের পরিষদীয় দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে গত বুধবার ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু সেদিন শোভনবাবু কলকাতার বাইরে থাকায় তিনি রাজভবনে যেতে পারেননি। পরিবর্তে তিনি তাঁর দফতরের আধিকারিককে পাঠাতে চেয়েছিলেন যিনি ওই দফতরের সচিব। কিন্তু সেখানেও আপত্তি জানান রাজ্যপাল। তিনি বলেন আসতে হবে মুখ্যসচিবকে। কিন্তু তারপরে না শোভনবাবু না মুখ্যসচিব রাজভবনের দিকে পা বাড়িয়েছেন। শেষে শুক্রবার বিকালে একুশের সভা মিটে যেতে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ফোনালাপে বিধানসভা সোমবার থেকে শুরু করা নিয়ে দু’পক্ষই সম্মত হন। তার পরেই পরিষদীয় দফতর থেকে পাঠানো বর্ষাকালীন অধিবেশন শুরু করার ফাইলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল।পরিষদীয় মন্ত্রী রাজ্যপালকে জানান, এবারের বিধানসভা অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে। সেই কারণেই এই ব্যস্ততা রাজ্য সরকারের। পরিষদীয় মন্ত্রীর থেকে সেই কথা শোনার পর গতরাতেই রাজ্যপাল অধিবেশনের জন্য সমনে সই করে দিয়েছেন বলে সূত্রের খবর। শনিবার দুপুরেই বিধানসভার অধিবেশনে অনুমোদন দিয়ে রাজ্যপালের সেই সমন বিধানসভায় এসে পৌঁছেছে জানা যাচ্ছে। ফলে আগামী সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা থাকছে না।