Breaking News

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক!২১শে জুলাই মিটতেই অভিষেকের বিরুদ্ধে দায়ের দুটি এফআইআর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২১ জুলাই এর মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২টি এফআইআর দায়ের করল বিজেপি। কলকাতার হেয়ার স্ট্রিট ও রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ই-মেইলের মাধ্যমে। এর মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। অন্যটি করেছেন পূর্ণিমা চক্রবর্তী নামে এক মহিলা বিজেপি নেত্রী।শুক্রবার তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় বরাদ্দ আদায় করতে আগামী ৫ অগাস্ট ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মীরা। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, কর্মসূচি হবে ব্লক স্তরে। ঘেরাও কর্মসূচি করতে হবে বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরে। যাতে কেউ বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ না করতে পারে।

এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়ে রাজর্ষিবাবু লিখেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা এই কর্মসূচি ভারতীয় সংবিধান বিরোধী। সংবিধান অনুসারে প্রত্যেক ভারতবাসীর দেশের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার রয়েছে’।অন্যদিকে, একুশের মঞ্চে INDIA শব্দের ভুল ব্যবহার নিয়েও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *