Breaking News

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের!রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ১৯ অগস্ট রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের তিন ডেপুটি নির্বাচন কমিশনার। লোকসভা নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই আসছেন তাঁরা,এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। শনিবারই কলকাতার এক অভিজাত হোটেলে সব জেলাশাসক এবং রাজ্যের অন্যান্য শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। লোকসভা ভোট প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। যা কিনা নির্বাচন কমিশনের ভাষায় ফার্স্ট লেভেল মিটিং। এরপর এলাকার সমীক্ষা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন-সহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হবে। যার প্রাথমিক আলোচনাটা শনিবারই সেরে ফেলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।এরপর নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়া খতিয়ে দেখবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সূত্রের খবর, আগামী ১৯ আগস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ৩ সদস্যের এক প্রতিনিধি দল আসছে রাজ্যে। যার নেতৃত্বে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার নীতীশ ব্যাস |

শুধু বাংলায় নয়, অন্যান্য রাজ্যেও এই ধরনের প্রতিনিধি দল যাবে।২০২৪-এর লোকসভা ভোটেই প্রথমবার ব্যবহার হবে M3 ইভিএম। এই আপগ্রেডেড ভার্সন ইভিএম সর্বোচ্চ ৭০ ডিগ্রি এবং সর্বনিম্ন মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কার্যকরী থাকে। মনোনয়ন জমা, স্ক্রুটিনি এবং প্রত্যাহারের পর যে ফাইনাল প্রার্থী তালিকা চলে যাবে সরকারি প্রেসে। জেলাশাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে মুদ্রিত তালিকা এলে তা DCRC সেলে যাবে। তারপর তা রিসিভ করবেন ভোট কর্মীরা। এই গোটা প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে, তার ট্রেনিং আজ। ইভিএম এবং ভিভিপ্যাট সংক্রান্ত ফাস্ট লেভেল চেকিং প্রশিক্ষণ শিবির। লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই এই এফএলসি শুরু করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সমস্ত জেলার জেলাশাসক এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষক এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *