প্রসেনজিৎ ধর, কলকাতা :- গত সপ্তাহেও হাওড়া সহ শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল করেছিল রেল। এর জেরে দুর্ভোগে পড়তে হয়েছিল যাত্রীদের। ফের সপ্তাহান্তে ট্রেন বাতিল সিদ্ধান্ত হাওড়া-বর্ধমান শাখায়। শনিবার ও রবিবার হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ ও খনা-গুমানি শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। বেশ কিছু লাইন, সিগন্যাল সিস্টেম ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। একইসঙ্গে ঘুরপথেও চালানো হবে বেশ কিছু ট্রেনকে। যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে ট্রেন বাতিলের ঘোষণার পাশাপাশি দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে।রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবারও একাধিক ট্রেন বাতিল। যাত্রীদের সুবিধার্থে আগে থেকেই সমস্ত সময়সূচি ঘোষণা করেছে রেল।
শনিবার বাতিল ট্রেনের তালিকা :-
হাওড়া থেকে: 37363, 37229, 37237, 37819, 37651, 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37915, বর্ধমান থেকে 36838, 36840, 37842, 03587, আরামবাগ থেকে 37364 ব্যান্ডেল থেকে 37536, 37538, 37242, 37244, 37749 নৈহাটি থেকে 37535, চন্দনপুর থেকে 37420, 36036 ডানকুনি থেকে 32228, 32230, 32232, 32234, 32236. শিয়ালদহ থেকে 32411, 32227, 32229, 32231, 32233, 322233, 32228, 32235,i বারুইপাড়া থেকে 32412 রামপুরহাট থেকে 03588, কাটোয়া থেকে 37748, 37924, 03095, 03097, 03035, আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036
রবিবার বাতিল ট্রেনের তালিকা :-
হাওড়া থেকে 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915. আরামবাগ থেকে 37364, ব্যান্ডেল থেকে 37536, 37538, 37242, 37244, 37749, নৈহাটি থেকে 37535, 37537, বর্ধমান থেকে 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587, মেমারি থেকে 37652, শেওড়াফুলি থেকে 37056, বারুইপাড়া থেকে 32412, শিয়ালদহ থেকে 32411, 32227, 32229, 32231, 32233, চন্দনপুর থেকে 36034, ডানকুনি থেকে 32228, 32230, 32232, 32234, রামপুরহাট থেকে 03588, কাটোয়া থেকে 37748, 37924, 03095, 03097, 03035, আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036.
জানা গিয়েছে, রেলট্র্যাক, সিগন্যাল, ওভারহেডে বৈদ্যুতিকীকরণ-সহ একাধিক কাজের জন্য সপ্তাহান্তে ট্রেন চলাচলে এই প্রভাব পড়বে।