Breaking News

কয়লা পাচার মামলায় ফের ইডি-র হাজিরা এড়ালেন মলয় ঘটক!এবার কী কারণ দেখালেন?

দেবরীনা মণ্ডল সাহা :- মঙ্গলবার ফের ইডির সমন এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এর আগেও একাধিকবার কয়লাকাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হয়েছিল মলয় ঘটককে। কিন্তু প্রতিবারই কিছু না কিছু কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। শেষবার যখন তলব করা হয়েছিল, তখন পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ততার কথা বলেছিলেন তিনি। তারপর বাংলায় ভোটপর্ব মিটে যাওয়ার পর মঙ্গলবার (২৫ জুলাই) ফের দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল মন্ত্রীকে। কিন্তু আজও হাজিরা এড়ালেন তিনি। সূত্রের খবর, এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা দিলেন না তিনি।

সমনে হাজির না থাকতে পারার বিষয়টি ইডিকে ই-মেল মারফত মন্ত্রী জানিয়েছেন বলে খবর।এর আগে, ২০ ও ২৬ জুন, মলয় ঘটককে তলব করা হয়েছিল। কিন্তু, পঞ্চায়েত ভোটের ব্যস্ততার কারণ দেখিয়ে, হাজির হননি তিনি। সূত্রের দাবি, ইডি-কে চিঠি পাঠিয়ে মলয় ঘটক জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। ভোট মিটলে হাজিরা দেবেন। হাজিরার জন্য আরও সময় চেয়েছিলেন তিনি। চিঠির কপি দিয়েছিলেন দিল্লি হাইকোর্টকেও।ইডি সূত্রে খবর, সেই মতোই ফের তলব করা হয়েছে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীকে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্করের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে ইডি-র দাবি।মলয় ঘটক, রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে আসানসোলের তৃণমূল বিধায়ক। সূত্রের দাবি, এই নিয়ে মলয় ঘটককে ১০ বার নোটিস পাঠায় ইডি। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৩ বার নোটিস পাঠিয়েছে তারা। কিন্তু একবারই ইডির সামনে হাজিরা দিয়েছেন মলয় ঘটক। এবারও এজেন্সির তলবে মলয় ঘটক হাজিরা দিলেন না। এবার ইডির পদক্ষেপ কী হবে, সেদিকে নজর থাকবে সকলের।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *