Breaking News

অভিষেকের মামলা ফিরল বিচারপতি ঘোষের এজলাসে,সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, আদালতে জানাল ইডি!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- সোমবার পর্যন্ত অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না। বুধবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল ইডি । মঙ্গলবারেই অভিষেকের মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফেরত পাঠিয়েছেন। বুধবার মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে ওঠে। এদিন এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান ইডির আইনজীবী। বিচারপতি ঘোষ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। তিনি জানান, সোমবারের আগে এই মামলার শুনানি সম্ভব নয়। মামলার চাপ থাকায় দ্রুত শুনানি সম্ভব নয় বলে জানান বিচারপতি। এরপর ইডির আইনজীবী আদালতে জানান, আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেবে না ইডি।আগামী সোমবার বিকেল সাড়ে ৪টেয় শুনানির সময় ধার্য করা হয়েছে।আদালতের তরফে অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছিল আগে। গত সোমবারই সেই মেয়াদ শেষ হয়েছে। আপাতত সোমবারের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ।
বুধবার অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানান।বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সোমবারের আগে মামলার শুনানি সম্ভব নয়। এরপরই ইডির আইনজীবী এমভি রাজু আদালতে আশ্বাস দেন, আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না।নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ানোর পর সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেককে। পরে ইডি তলব করলেও, হাজিরা এড়িয়ে যান তিনি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও রক্ষাকবচ পাননি অভিষেক। মামলা ফেরানো হয় কলকাতা হাইকোর্টে।

এরপর অভিষেকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে বিচারপতি ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।উল্লেখ্য, বিচারপতি ঘোষের এজলাসে এই মামলার শুনানি নিয়ে আপত্তি জানিয়েছিল ইডি। তাদের বক্তব্য ছিল, নিয়োগ মামলার শুনানি এই বেঞ্চে হওয়ার কথা নয়। এরপরই মামলা ছেড়ে দিয়েছিলেন বিচারপতি ঘোষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *