প্রসেনজিৎ ধর :- একাদশ – দ্বাদশের ওএমআর শিট প্রকাশের মামলায় সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেল রাজ্য। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওএমআর শিট প্রকাশ করতে হবে না, বরং মুখবন্ধ খামে ওএমআর শিট জমা দিতে হবে আদালতে।নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট জনসমক্ষে প্রকাশ নয়, জমা দিতে হবে সিলবন্ধ খামে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে সেই নির্দেশের উপর আজ স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি দীপঙ্কর দত্তর নেতৃত্বাধীন বেঞ্চ।
ওএমআর শিট জনসমক্ষে প্রকাশ করার বদলে সিলবন্ধ খামে করে তা সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতে।একাদশ – দ্বাদশের ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেছিলেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। সেই মামলায় ৫ হাজারের বেশি ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এসএসসি | কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চও রায় বহাল রাখে। এরপর সুপ্রিম কোর্টে যায় তারা। সেখানে এদিন দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায়, ‘আপাতত ওএমআর শিট প্রকাশ করতে হবে না। ওএমআর শিটগুলি মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে। সঙ্গে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওএমআর শিটও জমা দিতে হবে আদালতে।’আদালতের এই নির্দেশে রাজ্য কিছুটা স্বস্তি পেল বলে মনে করা হচ্ছে।