নিজস্ব সংবাদদাতা :- ফের উত্তপ্ত বাংলার পরিবেশ। একদিকে বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা অন্যদিকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ দুই দলের জোড়া কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত বহরমপুর। প্রসঙ্গত, যতই দিন এগোচ্ছে ততই বাড়ছে দুই তরফের অশান্তি। পরিবর্তন যাত্রার চতুর্থ দিনে বহরমপুরে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এমনকি অনুমতি না থাকায়, রথ আটকানো হয় বলে পুলিশের দাবি। যদিও রথযাত্রা হবে, এই দাবিতে অনড় বিজেপি নেতৃত্ব। বহরমপুরে মধুপুর ছাপাখানা থেকে বিজেপির পরিবর্তন যাত্রার বাহন রওনা দেওয়ার পর সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। যাত্রার সুচনার পরেই পুলিশ যাত্রাপথ আটকায় বলে দাবি বিজেপির। বেশ কিছুক্ষন পর পুলিশের শর্ত মোতাবেক বাইক মিছিল না করার ক্ষেত্রে সায় দেন বিজেপি নেতৃত্ব। এরপরেই বিষ্ণুপুর কালিবাড়ির সামনে দিয়ে নিজেদের রুট অনুযায়ী বিভিন্ন এলাকা পরিক্রমা করে খাগড়া সৈদাবাদে কপিলের মাঠের উদ্দ্যেশ্যে রওনা দেয় পরিবর্তন যাত্রা। সেখানেই হবে হোম যোগ্য, বাউল। মুখ্যমন্ত্রীর সভা শেষে বিকেল সাড়ে পাঁচটা থেকে ফের শুরু হয় যাত্রা |