অভিষেক সাহা, মালদহ :- বাস ভাড়া নিয়ে বাস কর্মীকে মারধরের অভিযোগ উঠল খোদ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধেই। এমনকি বাসের ভাড়া চাওয়া নিয়ে দুই তরফে বিবাদে উত্তপ্ত হয়ে পড়ে চাচল এলাকা। প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 10 তারিখ প্রকাশ্য এক জনসভা করতে আসছেন মালদহে। আর সেই সভাকে সফল করার উদ্দেশ্যে সোমবার মালদা শহরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। পরে ওই মিছিলে গোটা মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা যোগ দেয়। বাস কর্মীদের অভিযোগ যে ওই মিছিলে যাওয়ার জন্য হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাঁ। সেদিনের জন্য একটি বাসভাড়া নেয়। কিন্তু ওই বাস চালককে হরিশ্চন্দ্রপুর এর নির্দিষ্ট জায়গা থেকে বাস ছাড়ার কথা থাকলেও কর্মীদের নির্দেশে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে যাত্রী তোলার নির্দেশ দেন। এরপরে ওই বাসের কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছ থেকে বাস ভাড়া চাইতে গেলে তাকে ধরে মারধর করে। এমনকি বাসের চাবি কেড়ে নেয় বলে অভিযোগ। এর পরের দিন ওই অভিযোগ তুলে ওই ছাত্রনেতা বিমানের বিরুদ্ধে চাচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। পরিস্থিতি এতটাই চরমে ওঠে যে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এদিকে বাস পরিষেবা বন্ধ থাকার ফলে চরম হলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।
Hindustan TV Bangla Bengali News Portal