দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় আরও ২০ কোটি টাকার হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্ত এগিয়ে নিয়ে যেতেই অবৈধ কিছু লেনদেনের হদিশ পাওয়া যায়। দ্রুত এগুলি বাজেয়াপ্ত করা হবে বলে খবর। এক বছর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে আবাসন থেকে নগদ প্রায় ৫২ কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই টাকার পাহাড় দেখে কার্যত চোখ কপালে উঠেছিল তদন্তকারীদের অফিসারদেরও। তারপর একে একে তদন্তকারীদের নজরে আসে একাধিক অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
দুর্নীতির টাকার অঙ্ক ক্রমশ বাড়তে থাকে। এবার আরও ২০ কোটি টাকার হদিশ পেল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে আরও বেশ কিছু বেআইনি লেনদেন নজরে এসেছে তাদের। দ্রুত সেগুলি ইডি-র হাতে আসবে বলে মনে করা হচ্ছে।ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ১২৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এবার আরও ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হলে টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে ১৪৬ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১৫০ কোটির কাছাকাছি। যদিও এই বিপুল পরিমাণ টাকা কার বা কাদের কিংবা কোথা থেকে উদ্ধার হবে, সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে। ইডির দাবি, তদন্ত চালিয়ে প্রত্যেকের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। আগেই প্রাথমিকভাবে ইডি দাবি করেছিল, এই দুর্নীতিতে কমপক্ষে ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে।