প্রসেনজিৎ ধর, কলকাতা :-পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এক মামলার শুনানিতে রাজ্যের শিক্ষাসচিবকে এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলফনামা জমা দিতে সশরীরে আদালতে হাজির না হওয়ায় এদিন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মধুসুদন ভট্টাচার্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি।পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মধুসুদন ভট্টাচার্য মেমারির তৃণমূল বিধায়ক। প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি মামলায় তাঁকে আদালতে হলফনামা জমা দিতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কিন্তু নিজে না এসে দফতরের এক কর্মীকে দিয়ে আদালতে হলফনামা জমা দেন তিনি। এতেই ক্ষুব্ধ বিচারপতি বলেন, সশরীরে হাজির হয়ে আদালতে হলফনামা জমা দেননি কেন? জবাবে মধুসুদনবাবু বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম। তখন বিচারপতি বলেন, আপনার শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে আপনি এই পদের দায়িত্ব বহনে অক্ষম। ইস্তফা দিচ্ছেন না কেন? অন্য কেউ দায়িত্ব পালন করবে। এর পর বিচারপতি বলেন, আপনাকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিচ্ছে এই আদালত। এ ব্যাপারে শিক্ষা সচিবকে দ্রুত পদক্ষেপ করতে হবে।ডিপিএসএসি চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর বিষয়টি দেখার জন্য শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছেন তিনি।