Breaking News

রেললাইনে ধস শিয়ালদহ এবং বিধাননগর স্টেশনের মাঝে,বিপর্যস্ত ট্রেন চলাচল,ভোগান্তির শিকার যাত্রীরা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বুধবার সকাল থেকে যাত্রী দুর্ভোগ চরমে উঠল। কারণ কর্মব্যস্ত দিনে ব্যাহত হয়ে পড়েছে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। সারারাত মুষলধারে বৃষ্টি হয়েছে। তার জেরে ধস নেমেছে রেললাইনে। রেললাইনের পাশের মাটি ধসে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। তার জেরে শিয়ালদহ মেন–লাইনে ব্যাহত হয়ে পড়েছে ট্রেন চলাচল। রেললাইনে ধস নেমে ট্রেন চলাচল বিঘ্নিত হল শিয়ালদহ শাখায়। বুধবার ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ শিয়ালদহ এবং বিধাননগর রোড স্টেশনের মাধে কাঁকুড়গাছি কেবিনের কাছে রেললাইনের একাংশ বসে যায়। স্থানীয়দের কাছে ধস নামার খবর পেয়ে ওই লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করেন রেল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হলেও এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ট্রেন চলাচল অনিয়মিতই রয়েছে। শিয়ালদহ মেন, বনগাঁ এবং হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি।বুধবার ভোরে ধস নামে শিয়ালদহ এবং বিধাননগর রোড স্টেশনের মাঝে তিন নম্বর লাইনে। সকাল থেকে পাঁচটি লোকাল ট্রেন বাতিল করা হয়। আপ ট্রেনগুলিকে মেন লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। আপ লাইনে ট্রেন না আসায় ডাউন লাইনে একের পর এক ট্রেন বাতিল করা হয়। যে ট্রেনগুলি চলছে, সেগুলিও নির্ধারিত সময়ের অনেক পরে আসছে বলে অভিযোগ যাত্রীদের। কাজের দিনে ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।রেলের তরফে অবশ্য জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে গিয়েছেন রেলের রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা। পাথরকুচি নিয়ে যাওয়া হয়েছে লাইনের নিচু হয়ে যাওয়া অংশ বোজানোর জন্য। মনে করা হচ্ছে, মঙ্গলবার থেকে শহরে একটানা বৃষ্টি হওয়ার কারণেই আলগা মাটির স্তর সরে গিয়ে ধস নেমেছে ওই এলাকায়।এদিকে অফিস টাইমে ট্রেনের এমন অবস্থার মুখোমুখি হয়ে কপালে ভাঁজ পড়েছে নিত্য যাত্রীদের। প্রত্যেক স্টেশনে ভিড় দেখা যাচ্ছে যাত্রীদের। আরও সমস্যা বেড়েছে সড়ক পথে সবাই যেতে পারছেন না। কারণ সারারাত তুমুল বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে আছে। ফলে সেখানেও যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। মেট্রো পথে যাদের অফিস তারা একমাত্র ঠিকঠাক যাতায়াত করতে পারছে। বাকিরা নাকাল হচ্ছেন। সকালেও বেশ বৃষ্টি হয়েছে। ট্রেন না পেয়ে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। তার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা থেকে জেলা। তাই রাস্তা বেরিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *