দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখন অনেকটা ভাল আছেন। শারীরিক অবস্থাও স্থিতিশীল। চিকিৎসকরা জানাচ্ছেন, আ্যান্টি বায়োটিকের কোর্সও আজই শেষ হচ্ছে। আজ, শনিবার দুপুরের মেডিক্যাল বোর্ডে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখনও চার ঘণ্টা অন্তর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাইপ্যাপ দেওয়া হচ্ছে। ৮ দিন ধরে তাঁর চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে। আজ, শনিবার চিকিৎসকরা আলোচনা করবেন, কবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছাড়া সম্ভব বলে সূত্রের খবর।শনিবার সকালে হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধবাবুকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। গত শনিবার বুদ্ধবাবুকে যে শারীরিক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার থেকে অনেক অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। তবে একটু সুস্থ হতেই বাড়িতে ফেরার বায়না করেছেন বুদ্ধবাবু। এর আগেও তাঁকে অবশ্য এমনটা করতে দেখা গিয়েছে। কোনওভাবে হাসপাতালে থাকতে পছন্দ করেন না তিনি। তাই যতক্ষণ পর্যন্ত সম্ভব, বাড়িতেই চিকিৎসা করাতে চান। কিন্তু শুক্রবার থেকে প্রবল শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে। তাঁকে শনিবার তৎপরতার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম পরিস্থিতি দেখে চিকিৎসকরাও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু দ্রুত চিকিৎসায় সাড়া দিতে থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।শনিবার বুদ্ধবাবুকে বাড়িতে ফেরত পাঠানো সম্ভব হয় কিনা, তা পর্যালোচনা করে দেখছেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ডের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।