প্রসেনজিৎ ধর, কলকাতা :-সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে আবেদন করতে চলেছে ইডি। বিশেষ ইডি আদালতের নির্দেশ মেনে জোকা ইএসআই হাসপাতালেই সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছেন ইডি আধিকারিকরা। সুজয়ের শারীরিক অবস্থা কতটা গুরুতর, এখনই অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে কিনা, তা জানতে কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে আবেদন করতে নির্দেশ দিয়েছে আদালত। যেহেতু ‘কাকু’র ওই হাসপাতালেই আগে শারীরিক পরীক্ষা হয়েছে, তাই জোকা ইএসআই-তেই মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতাল থেকে ‘কাকু’র সব মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। ইসিআই হাসপাতালেই সেই রিপোর্ট পাঠানো হবে।অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন। সম্প্রতি নিম্ন আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও জামিনের আরজি জানান কালীঘাটের কাকুর আইনজীবীর। কিন্তু তার বিরোধিতা করে ইডি। পরবর্তীতে একই আবেদন নিয়ে হাই কোর্টে মামলা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই মামলার শুনানিতেও সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি।এরপরই ‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্যপরীক্ষায় ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আগামী বুধবারের মধ্যে ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের কথা বলা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই কাজ শুরু করেছে ইডি। শুক্রবার সকালেই এসএসকেএমে গিয়ে রিপোর্ট জোগাড় করেন আধিকিকারিকরা। সূত্রের খবর, রবিবার জোকা ইএসআই হাসপাতালে ইডির তরফে কালীঘাটের কাকুর রিপোর্ট পাঠানো হয়েছে। সম্ভবত সেখানকার চিকিৎসকদের নিয়েই তৈরি হবে মেডিক্যাল বোর্ড।