নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- রাজনৈতিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি-কে ব্যবহারের অভিযোগ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘সত্য সর্ব শক্তিমান, সত্যেরই জয় হবে’- ইডি-কে খোঁচা দিয়ে টুইট করলেন তৃণমূলের নম্বর টু। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি-কে খোঁচা দিয়ে অভিষেক কটাক্ষ করেছেন, দেশের প্রতি কেন্দ্রের এই সংস্থার যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করছেন না তদন্তকারীরা। ইডি পুরোপুরি রাজনৈতিক মদতপুষ্ট হয়ে চলছে, অভিযোগ অভিষেকের।আগামীকাল মঙ্গলবার আমেরিকায় চোখে অস্ত্রোপচার হওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে আজ সোমবার টুইট করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। আবার খোঁচাও দিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘সত্য সর্ব শক্তিমান, সত্যেরই জয় হবে। অভিষেক কটাক্ষ করেছেন, দেশের প্রতি এই সংস্থার যে দায়িত্ব রয়েছে সেটা সঠিকভাবে পালন করছেন না তদন্তকারীরা। ইডি পুরোপুরি রাজনৈতিক মদতপুষ্ট হয়ে চলছে। বাংলার বিরোধী দল বিজেপির সঙ্গে ইডি’রও সৎসাহস নেই স্পষ্টভাবে কোনও অভিযোগ করার।’ এই টুইটের পর শোরগোল পড়লেও বিজেপির পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।অভিষেকের অভিযোগ, বাংলার বিরোধী দল বিজেপি, সঙ্গে ইডি-রও সৎসাহস নেই স্পষ্টভাবে কোনও অভিযোগ করার। বিদেশযাত্রা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই প্রেক্ষিতে ইডি-কে খোঁচা দিয়ে অভিষেকের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ।তবে এই প্রথম নয়, ইডিকে রাজনৈতিককারণে ব্যবহার করার অভিযোগ এর আগেও করেছে শাসকদল। ইডি-র একাধিকবার তলবের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ডে ইডি-র তলবের মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকি স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও কুন্তল ঘোষের একটি চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করেছিলেন তদন্তকারীরা। তখন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন। পাশাপাশি এও হুঁশিয়ারি দিয়ে রাখেন, যতই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানো হোক, পরিবারের সদস্য, স্ত্রী-সন্তানকে হেনস্থা করা হোক, তবুও তিনি অসত্যের কাছে মাথা নত করবেন না।