দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুদ্ধদেব ভট্টাচার্যকে বুধবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, এই নিয়ে সোমবার বৈঠকে বসেছিল মেডিক্যাল বোর্ড। বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের থেকে এখন অনেকটাই ভাল রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার বৈঠকে বসেন বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার দায়িত্বে থাকা ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। এর পর সাংবাদিকদের হাসপাতালের তরফে জানানো হয়, বুদ্ধবাবুর ফুসফুসে সংক্রমণ নেই। তাঁকে ছুটি দিয়ে দেওয়া যেতেই পারে। তবে তার আগে তাঁর বাড়িতে হাসপাতাল পরবর্তী শুশ্রূষার ব্যবস্থা নিশ্চিত করতে চান চিকিৎসকরা। সেই তৎপরতা চলছে এখন। হাসপাতালের তরফে জানানো হয়, বুদ্ধবাবু খুব ভালো আছে। মাঝে মাঝে বিছানার পাশে দাঁড়াচ্ছেন তিনি। কেবিনের মধ্যেই শুনছেন রবীন্দ্রসংগীত। তবে বাড়ি যাওয়ার জন্য চিকিৎসকদের কোনও চাপ দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি খুব সহায়তা করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, বাড়িতে যাওয়ার পরেও বুদ্ধবাবুর চেস্ট ফিজিওথেরাপিসহ অন্যান্য চিকিৎসা প্রক্রিয়া চলবে। সেজন্য হাসপাতালের প্রশিক্ষিত চিকিৎসা কর্মী ও চিকিৎসকরা বুদ্ধবাবুর বাড়িতে যাবেন। সম্ভবত বুধবার ছুটি পেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মঙ্গলবারের বৈঠকে।আপাতত বুদ্ধদেব ভট্টাচার্যকে নন ইনভেনসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। এ ছাড়াও ফিজিওথেরাপি, ফুসফুসের রিহ্যাবিলিটেশন চলছে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাড়িতে গেলেও বুদ্ধদেবের সঙ্গে থাকবে হোম কেয়ার টিম। বাড়িতে থাকবে বেড সাইড মনিটর। প্রতি মুহূর্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন জানান দেবে এই মনিটর। বুদ্ধদেবের শারীরিক অবস্থার উপর ২৪ ঘণ্টা নজর রাখা হবে। রাখা হবে অক্সিজেন কনসেনট্রেটর।