প্রসেনজিৎ ধর :-সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী। সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে নাচগান শুরু করেন তাঁরা। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। তার আগের দিনই ফিরিয়ে দেওয়া হল রাহুলের সাংসদ পদ। আজ সংসদে এলেন রাহুল গান্ধী। অন্যদিকে, কংগ্রেসের তরফে রাহুলের সাংসদ পদ ফেরানোকে ‘ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়’ বলেই উল্লেখ করা হয়। মল্লিকার্জুন খাড়্গে, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের সদস্যরা মিষ্টিমুখ করে রাহুলের সাংসদ পদ ফেরার উদযাপন করেন।শুক্রবার সুপ্রিম কোর্ট সুরাট আদালতের সাজার রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর আর্জি জানিয়েছিল কংগ্রেস। লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেন অধীর রঞ্জন চৌধুরী। সেক্রেটারিয়েটের কাছে সুপ্রিম কোর্টের রায়ের কপি জমা দেওয়া হয়। এরপরই আজ অধিবেশন শুরুর আগে লোকসভার সেক্রেটারিয়েটের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর কথা জানানো হয়। আজ থেকেই সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল, এমনটাই জানানো হয়।এই নির্দেশের পরই আজ সংসদে আসেন রাহুল গান্ধী। তিনি প্রথমেই সংসদের গান্ধীমূর্তির সামনে গিয়ে প্রণাম করেন। এরপরে তিনি সংসদের ভিতরে প্রবেশ করেন। চলতি বাদল অধিবেশনে এই প্রথমবার লোকসভার অধিবেশনে যোগ দেবেন রাহুল। সূত্রের খবর, আগামিকাল সংসদের লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সেই আলোচনার সূচনা বক্তব্য রাখতে পারেন রাহুল গান্ধী।