প্রসেনজিৎ ধর :- ফের মঞ্চে স্বমহিমায় শোভন-বৈশাখী | তবে এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয় এক অরাজনৈতিক মঞ্চে দেখা মিলল শোভন -বৈশাখী কে|রবিবার ক্যানিং শান্তি ব্যায়াম্যাগারের তরফে গোলকুঠিপাড়া স্কুল প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় | সেখানেই মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শোভন-বৈশাখী যুগল | মমতা বন্দোপাধ্যায়ের একদা প্ৰিয় কানন এখন তৃণমূলে না থাকলেও তৃণমূলের ভুয়সী প্রশংসা শোনা গেল শোভন চট্টোপাধ্যায়ের গলায়| ২০২৪ সালে আসন্ন লোকসভা নির্বাচনে ২৪ কে উল্টোলে ৪২ হয়,সেই ৪২ টি লোকসভা কেন্দ্রে আসন তৃণমূল কংগ্রেসই পাবে বলে আশাবাদী শোভন | ২৪ এর লোকসভা ভোট আর বেশিদিন বাকি নেই বছর ঘুরলেই ভোট, তার আগে শোভনের এই মন্তব্যে বোঝা যাচ্ছে ফের সক্রিয় রাজনীতিতে দেখা যাবে দুজনকেই |
পাশাপাশি এদিন বৈশাখী চট্টোপাধ্যায় বলেন,ক্যানিং এ লাল জমানায় অর্থাৎ বাম আমলে বেশি রক্ত ঝরেছে, তাই এখানেই রক্তদান শিবির বেশি করে করা উচিৎ | লাল চোখকে মানুষ আর এখন ভয় পায় না বলেও এদিন মন্তব্য করেন বৈশাখী বন্দোপাধ্যায়|