দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু । জেলা থেকে কলকাতা, সর্বত্রই জরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে রোগীদের। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ডেঙ্গু প্রতিরোধে এবার নির্দেশিকা জারি করল কলকাতা পুরনিগম। বিশেষ করে এবারের নির্দেশিকায় স্কুলগুলির উপর জোর দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলচত্বর, স্কুলের ছাদ, আশেপাশের এলাকায় কোনওভাবেই ময়লা জমতে দেওয়া যাবে না। নজর রাখতে হবে যাতে কোথাও জল না জমে। পুরনিগমের ভেক্টর কন্ট্রোল বিভাগের কর্মীদের সঙ্গে যেন সবরকম সহযোগিতা করা হয় স্কুলের তরফে। অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগের তরফে পরিদর্শনে গেলে তাদের যেন সবরকমভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়।পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগের কর্মীদের যাতে সবরকম সাহায্য করা হয় সে ব্যাপারে স্কুলগুলিকে বলা হয়েছে। পুরসভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা স্কুল পরিদর্শনে গেলে যাতে তাঁদের কাজ করার সুযোগ করে দেওয়া হয় সে ব্যাপারে নির্দেশিকায় বলা হয়েছে। এছাড়া পড়ুয়াদের স্কুল পোশাকের ক্ষেত্রেও খেয়াল রাখার কথা বলা হয়েছে। তাদের শরীরের উপরের অংশ যাতে ঢাকা থাকে, সেই ধরনের পোশাক পরে আসতে বলা হয়েছে। সেক্ষেত্রে ফুলহাতা জামা এবং ফুল প্যান্ট পরার পরামর্শ দিয়েছে কলকাতা পুরসভা। কোনও পড়ুয়া যদি ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা পুরসভার স্বাস্থকেন্দ্রে জানানোর কথা বলা হয়েছে। শুধু ডেঙ্গু নয়, জ্বর এলেই স্বাস্থকেন্দ্রে জানানোর নির্দেশ দেওয়া নির্দেশিকায়।কলকাতায় ডেঙ্গিতে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে শহরে সচেতনতার অভাবই ডেঙ্গি বাড়াচ্ছে বলেন মনে করছেন মেয়র ফিরহাদ হাকিম। তাই নজরদারির পাশাপাশি পুরসভার পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে।