দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুভেন্দু অধিকারীর পশ্চিম মেদিনীপুরের সভার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামিকাল সভা হওয়ার কথা। পশ্চিম মেদিনীপুরের পিংবনি নবকুঞ্জ গ্রামের মাঠে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এই সভা হাওয়ার ক্ষেত্রে এবার আর কোনও বাধা রইল না।এর আগে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আগামিকাল একই এলাকায় সভা রয়েছে তৃণমূলের। আদালতের নির্দেশে সকাল ৯ টা থেকে বেলা ১:৩০ টা পর্যন্ত সভা করবে বিজেপি এবং বেলা ২:৩০ টা থেকে ৭ :৩০ টা পর্যন্ত সভা করবে তৃণমূল। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শান্তিপূর্ণভাবে সভা করতে হবে।ওয়াল্ড ট্রাইবাল ডে বা বিশ্ব আধিবাসী দিবসে গোয়ালতোরের কলেজ মাঠে সভার অনুমতি পায়নি বিজেপি। তাই তাঁরা টিনবনি নবকুঞ্জ কলেজের মাঠে জমায়েত এবং সভার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে। এদিকে তৃণমূলও একই দিনে একই সময় পিনবনি হাটশালা কলেজের মাঠে জমায়েত, মিছিল এবং সভার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে।দুপুর আড়াইটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত তৃণমূলের মিছিলের অনুমতি দিয়েছে পুলিশ। একই জায়গায় একই সঙ্গে বিজেপিকে মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানায় পুলিশ। যদিও বিজেপির দাবি, স্থানীয় থানা, জেলা পুলিশ সুপারের কাছে গত ৬ আগস্ট আবেদন করলেও আজও তাঁর উত্তর পায়নি শুভেন্দু অধিকারী। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মিছিল, সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। কারণ, কখনও পুলিশের বিরুদ্ধে সভার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। তো কখনও আবার আবেদনপত্রই দেখেনি তারা। অগত্যা বারবার সভা, মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হতে হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। এবার ফের তেমনটাই ঘটল।