প্রসেনজিৎ ধর, কলকাতা :-আজ থেকে আগামী ৫ দিন রাতে সংস্কারের কাজের জন্য মা উড়ালপুলে বন্ধ থাকবে যানচলাচল । প্রতিদিন রাত ১০.৩০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল | সেই সময় মা উড়ালপুলের রাস্তা সারাইয়ের কাজ করবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি | পুজোর আগেই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মা উড়ালপুলের সংস্কারের কাজ শেষ হবে ।প্রসঙ্গত, শহরের এই ব্যস্ততম উড়ালপুলের একাধিক জায়গা খানাখন্দে ভরে গিয়েছে, যান চলাচলের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে চলছে সমস্যা। বাড়ছে যানজট। প্রাণ হাতে করে উড়ালপুলে উঠছেন শহরবাসী। তাই সারাইয়ের দাবি অনেক আগের। কাজ করতে উদ্যোগীও হয়েছিল কেএমডিএ। কিন্তু, দীর্ঘ সময় মা উড়ালপুল বন্ধ করে কাজ করলে আশপাশের রাস্তার উপর যানবাহনের চাপ অনেকটা বেড়ে যাবে। বাড়বে যানজট। সেই আশঙ্কাতেই কলকাতা ট্র্য়াফিক পুলিশের তরফে দেওয়া হচ্ছিল অনুমতি। তবে সারাইয়ের যে প্রয়োজনীয়তা রয়েছে তা মানছিল সব মহলেই। এ বিষয়ে কেএমডিএ-র আধিকারিকদের সঙ্গে ট্রাফিক কর্তাদেরও কয়েকবার বৈঠকও হয় বলে খবর। তারপরেই মেলে রফা সূত্র। শেষে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে অনুমোদন পাওয়ার পরেই কেএমডিএ-এর তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেএমডিএ সূত্রে খবর, রাস্তা সারাইয়ের পাশাপাশি সিসিটিভি এবং কিছু বৈদ্যুতিন কাজও চলবে এই কদিন। বৃহস্পতিবার রাতে মা ফ্লাইওভার থেকে রুবির দিকে নামার র্যাম্প এবং সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার ওঠার র্যাম্পের কাজ হবে বলে জানা যাচ্ছে।