Breaking News

হাসপাতাল থেকে ছুটি বুদ্ধদেব ভট্টাচার্যের!১২ দিন পর খুশির আবহ পাম অ্যাভিনিউয়ে, আগামী একমাস বাড়িতেই থাকবেন পর্যবেক্ষণে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাসপাতাল থেকে ছুটি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১২ দিন চিকিৎসার পরে এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। ফলে চিকিৎসকরা আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্তে উপনীত হন। বাড়ি ফেরার পর রাতে আবার বাইপ্যাপে থাকবেন তিনি। পরানো থাকবে রাইলস টিউবও। ২৪ ঘণ্টা দেখভালের জন্য নার্স থাকবেন বাড়িতে। মেডিকেল বোর্ডের চিকিৎসদের তত্ত্বাবধানে ১১ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরছেন তিনি। আগামী ১ মাস হোম কেয়ার সাপোর্টে থাকবেন বুদ্ধদেব বাবু। অক্সিজেন সাপোর্ট দিয়েই অ্যাম্বুলেন্সে তোলা হয় তাঁকে। গত পাঁচবছর ধরে ডা. কৌশিক বসু বুদ্ধদবকে দেখছেন। এদিন তাঁকে দেখা গেল অ্যাম্বুলেন্সের সামনে, ছিলেন মেডিকেল বোর্ডের সদস্য ডা.সপ্তর্ষি বসুও। ক্রিটিক্যাল কেয়ারের অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরছেন তিনি। এই নিয়ে চারবার হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। ফুসফুসে সংক্রমণ এখন নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর। খুব ভালো আছেন তিনি। এদিন মীরা ভট্টাচার্য বলেন, ‘জনসাধারণ এতদিন উৎকন্ঠায় ছিলেন এতদিন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রার্থনা করুন উনি যেন আগামীতেও সুস্থ থাকতে পারেন।’ বাড়িতে ফেরার কথা শুনে আনন্দিত প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে বুদ্ধদেবের বাইপ্যাপ লাগবে না। আপাতত হাসপাতালে ইন্টারমিটেন বাইপ্যাপ দেওয়া হচ্ছে তাঁকে। বাড়িতেও তাই করা হবে। শুধু রাতে এক টানা বাইপ্যাপ থাকবে। সোয়ালো থেরাপিস্ট যাবেন বাড়িতে, যাতে ধীরে ধীরে খাবার খাওয়া শুরু করতে পারেন তিনি। হবে ফিজিওথেরাপিও। গত ২৯ জুলাই ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংকটজনক অবস্থায় তাঁকে ভেন্টিলেশনে ভর্তি করা হয়। তবে চিকিৎসায় দ্রুত সারা দিয়েছেন তিনি|চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের একজন নার্স তাঁর দেখাশোনা করবেন | দু’জন ফিজিওথেরাপিস্টও তাঁর জন্য থাকবেন | আপাতত রাইলস টিউব লাগানো থাকলেও খুব তাড়াতাড়ি তা খুলে ফেলা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিন হাসপাতাল থেকে ছুটি পেয়ে সবাইকে আশীর্বাদ করেন বুদ্ধবাবু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *