Breaking News

‘‌জাতীয় স্তরে ইন্ডিয়া, আর এখানে বিজেন্ডিয়া’‌, বাংলায় সিপিএম-কংগ্রেসকে একযোগে নিশানা মমতার!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- কেন্দ্রে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলি একমঞ্চে এসে নতুন জোট ‘ইন্ডিয়া’ গড়েছে। কিন্তু সেই ‘ইন্ডিয়া’র শরিক কংগ্রেস এবং বামেরা বাংলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরোধিতা করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে সিপিএম–কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন। ঝাড়গ্রামের সভা মঞ্চ থেকে আবার ‘ইন্ডিয়া’ জোটের দুই সঙ্গী সিপিএম এবং কংগ্রেসকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। এমনকী স্পষ্টভাষায় বুঝিয়ে দিলেন, বিজেপির সঙ্গে তাঁদের লড়াই চলছেই। আর বাংলায় লড়াই হবে কংগ্রেস–সিপিএমের বিরুদ্ধেও। সিপিএমের কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় স্তরে তৃণমূলের পাশে থাকলেও আঞ্চলিক স্তরে এক টেবিলে বসবে না। তারপরই মুখ্যমন্ত্রীর এমন সোচ্চার হওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।বুধবার ঝাড়গ্রামে সরকারি পরিষেবা বিতরণ কর্মসূচিতে মমতা বলেন, ‘‘এখানে তো রাম, বাম, কংগ্রেস সব এক হয়ে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয় এই যে, ওখানে ‘ইন্ডিয়া’ আর এখানে ‘বিজেন্ডিয়া’। বিজেপির সঙ্গে বসে আছে। লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে। সেই নীতিটা মেনে চলতে হয়। আমাদের লড়াই সিপিএমের বিরুদ্ধে বাংলায়, কংগ্রেসের বিরুদ্ধে বাংলায়, যদি এমন করতে থাকে ওরা।’’তিনি বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই থাকবেই।’’ ঝাড়গ্রামের ওই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ‘অভিন্ন দেওয়ানি বিধি’ নিয়ে তাঁর আপত্তির কথাও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। তাঁর দাবি, অভিন্ন দেওয়ানি বিধি ভারতীয় সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বহুত্ববাদী আদর্শের পরিপন্থী। দেশের বিভিন্ন জনগোষ্ঠীর পারিবারিক রীতির বৈচিত্র রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘সব কিছু এক করে দেওয়া চলবে না।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *