প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে পারবেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তদন্তকারী সংস্থা প্রথম দিকে তাঁর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে আপত্তি জানালেও অবশ্য সেই আপত্তি তারা তুলে নিয়েছে। তার ভিত্তিতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন কড়া নিরাপত্তায় তাঁর চিকিৎসার চলবে। জেলার নিরাপত্তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী থাকবে হাসপাতালে তাঁর নিরাপত্তার দায়িত্বে। তবে তাঁকে জামিন দেয়নি আদালত।বেশ কিছুদিন ধরেই অসুস্থ কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন। সম্প্রতি নিম্ন আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও জামিনের আরজি জানান কালীঘাটের কাকুর আইনজীবীর। কিন্তু তার বিরোধিতা করে ইডি। পরবর্তীতে একই আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই মামলার শুনানিতেও সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি। এরপরই চিকিৎসা নিয়ে ইডিকে নিজেদের অবস্থান জানাতে বলে আদালত। এরপরই গত সপ্তাহে এসএসকেএম থেকে সুজয়কৃষ্ণের রিপোর্ট নেয় ইডি। তা দেখানো হয় জোকা ইএসআই হাসপাতালে।এরপরই আজ অর্থাৎ বুধবার মামলার শুনানিতে ইডি জানান, অবিলম্বে সুজয়কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচার প্রয়োজন। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হলে ইডির সমস্যা নেই বলেও জানানো হয়েছে। আদালতের নির্দেশ, এসএসকেএম হোক বা তার পছন্দের বেসরকারি হাসপাতাল, যেখানে খুশি চিকিৎসা করাতে পারে সুজয়কৃষ্ণ ভদ্র। তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে অস্ত্রোপচার, নির্দেশ আদালতের।