প্রসেনজিৎ ধর, কলকাতা :- স্বপ্নদীপের বাবাকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের । বৃহস্পতিবার রাতে স্বপ্নদীপের বাবাকে মুখ্যমন্ত্রী ফোন করেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রের খবর, বেশ কয়েক মিনিট কথা হয় দুজনের মধ্যে। স্বপ্নদীপের বাবাকে নিরপক্ষে তদন্ত ও সুবিচারের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। দ্রুত তদন্ত করা হবে। কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না বলে স্বপ্নদীপের বাবাকে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সমস্ত ঘটনা জানতে চান। এরপরেই দ্রুত তদন্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে আশ্বাস দেন স্বপ্নদীপের পরিবারকে।মৃত্যুর আগে পরিবারের সঙ্গে কথা হয়েছিল স্বপ্নদীপের। সে ভীত, তাঁকে বাঁচাতে বলে স্বপ্নদীপ। মায়ের সঙ্গে কি কথা হয়েছিল সবটাই মুখ্যমন্ত্রী শোনেন। মুখ্যমন্ত্রীর কাছে খুনের অভিযোগ তোলেন স্বপ্নদীপের বাবা। অভিযোগের আঙ্গুল তোলেন ‘র্যাগিং’ এর বিরুদ্ধে। এরপরেই দ্রুত তদন্তের ও দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন।স্বপ্নদীপের বাবাও মুখ্যমন্ত্রীর কাছে জানান, মায়ের সঙ্গে ছেলের শেষ কী কথা হয়েছিল। মাকে ভয় পাওয়ার কথা জানিয়েছিল ছেলে। বাড়ি নিয়ে যেতে বলেছিল ছেলে। কোনওভাবেই তাঁর ছেলের মৃত্যু স্বাভাবিক হতে পারে না বলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন তিনি। ছেলেকে খুন করা হয়ে থাকতে পারে বলে মুখ্যমন্ত্রীর কাছে আশঙ্কাপ্রকাশ করেন স্বপ্নদীপের বাবা। অভিযোগের আঙুল তোলেন র্যাগিং-এর দিকে। এরপরই মুখ্যমন্ত্রী তাঁকে সুবিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।