দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস | সেই উপলক্ষ্যে কলকাতার রেড রোডে বসেছিল কুচকাওয়াজের আসর। সেই কুচকাওয়াজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অবশ্য তিনি ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দেন রাজ্যবাসীকে। তিনি লেখেন, ‘’নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমার সমস্ত মা, ভাই, বোনকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’এদিন গান্ধিমূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করে রেড রোড ধরে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে আসেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী।প্রত্যেক বছরের মতোই স্বাধীনতা দিবসে রাজ্যের পুলিশ অফিসারদের পুরষ্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী আজ ১১ জন আইএএস অফিসারকে বিশেষ সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী। তাঁদের কর্মক্ষেত্রে ভাল কাজের জন্য এই সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলায় এই প্রথমবার সিভিল সার্ভিস অফিসাররা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত হলেন বলে খবর।যাঁরা এই বিশেষ সম্মান পেলেন তাঁরা হলেন—বিপি গোপালিকা, বিবেক কুমার, মনোজ পন্থ, প্রভাত মিশ্র, সংঘমিত্রা ঘোষ, নারায়ণস্বরূপ নিগম, শান্তনু বসু, পিবি সেলিম, শরৎকুমার দ্বিবেদী, মুক্তা আর্য এবং বিধান রায়। চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পেলেন পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব। চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল পেলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।এদিন কলকাতা হাইকোর্টে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।আজ, মঙ্গলবার সকালেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমার সমস্ত মা, ভাই, বোনকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।’