Breaking News

এগিয়ে আনা হল ২০২৪-এর কলকাতা বইমেলার দিন!কবে শুরু, শেষই বা কবে মেলা ?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২০২৪-এর কলকাতা বইমেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের কিছু দিন আগেই। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-এর কলকাতা পুস্তক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৮ জানুয়ারি। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই শুরু হয় কলকাতা বইমেলা। আগামী মেলা সে দিক থেকে দেখলে প্রায় এক পক্ষকাল এগিয়ে এল।অগাস্ট মাস থেকেই আবেদন গ্রহণ শুরু মেলায় অংশগ্রহণকারীদের জন্য। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে বলে জানানো হয়েছে। প্রকাশক, পুস্তক বিক্রেতা, লিটল ম্যাগাজিনের প্রকাশ করা এই মেলায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।প্রসঙ্গত, গত বছর বইমেলায় প্রায় ৯০০টি রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনীর স্টল ছিল। যা ৪৫ বছরের রেকর্ড বলে জানায় বইমেলা কর্তৃপক্ষ। তার আগের বছর বইমেলায় প্রায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। ২০২৩ সালে কলকাতা বইমেলায় বই বিক্রির সেই অঙ্ক ছাড়িয়ে হয়েছে কম-বেশি ২৬ কোটি। এত টাকার বই বিক্রি সর্বকালীন রেকর্ড বলে জানায় গিল্ড। উল্লেখ্য, ২০২৩ সালের বইমেলাতে আগামী বছরের থিম কান্ট্রির নাম জানানো হয়। ২০২৪ সালে ৪৭তম বইমেলায় থিম কান্ট্রি থাকবে ব্রিটেন। আগামী বছর বইমেলায় প্রকাশনার সংস্থার স্টলের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, পুস্তক বিক্রির সংখ্যাও আগের তুলনায় বাড়বে বলেও ধরে নেওয়া হচ্ছে।আগামী বছরের মেলায় আবেদন করার জন্য প্রকাশনা সংস্থার নাম ও ঠিকানা, প্রয়োজনীয় লাইসেন্স, স্টল বা টেবিলের মাপ, পুস্তক তালিকা এবং পত্রিকার প্রকাশিত সাম্প্রতিক সংখ্যা জমা দিতে বলা হয়েছে। এছাড়াও ২০২৩ সালে ওই প্রকাশনা সংস্থার জন্য বরাদ্দ জায়গার মাপ, মেলায় অংশগ্রহণের জন্য সমস্ত নিয়মবিধি মেনে চলার সম্মতি পত্রও আবেদন পত্রের সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে গিল্ডের তরফে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *