প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি আরও জোরদার হচ্ছে ক্যাম্পাসে। আর এই ঘটনাকে ইস্যু করে তৃণমূল ছাত্র পরিষদকে নতুন করে ঝাঁপানোর নির্দেশ দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এ বিষয়ে তৈরি হচ্ছে নয়া নির্দেশিকাও। বুধবার দিনভর যাদবপুর এইট বি-তে ধরনায় বসবেন টিএমসিপি সদস্যরা। তিন-চারটি দাবিতে তাঁরা সরব হবেন। দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার ছাত্র-যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়কে।
সূত্রের খবর, আগামী ১৬ অগস্ট যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড এলাকায় ধরনা কর্মসূচি পালন করবে তৃণমূল ছাত্র পরিষদ। হাজরা এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফ্রিডম অ্যাট মিডনাইট অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের ডেকে ধরনা কর্মসূচি পালনের কথা বলেছেন। দলের সুপ্রিমোর থেকে নির্দেশ পেয়েই ধরনা কর্মসূচির প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে এই কর্মসূচির রূপরেখা তৈরি করেন।দলনেত্রী নির্দেশ অনুযায়ী, আগামিকাল দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত ধরনা (Dharna) কর্মসূচি করবে টিএমসিপি । র্যাগিংমুক্ত যাদবপুরের ক্যাম্পাস, অশালীনতা মুক্ত যাদবপুর, ক্যাম্পাসে অবিলম্বে সিসিটিভি প্রতিস্থাপন ও ক্যাম্পাস থেকে বাম-অতিবাম সমস্ত সংগঠনকে বয়কট করার ডাক উঠবে এখান থেকে। পথনাটিকা গান, প্রতিবাদী স্লোগান তুলতে হবে ধরনা থেকে। থাকবেন রাজন্যা হালদার-সহ হাজরার মঞ্চে উপস্থিত থাকা ছাত্র নেতানেত্রীরা। সেই ধরনা মঞ্চে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। সেইমতোই হবে সমস্ত কর্মসূচি।বাংলাকে বঞ্চনার প্রতিবাদে গত মে মাসে রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ধরনা হয়েছিল, সেভাবেই যাদবপুর এইট বি-তে টিএমসিপির বিক্ষোভ হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট এই মুহূর্তে রয়েছে, সেটি দুর্বল। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার আর কোনওভাবে বরদাস্ত করা যাবে না। সংগঠন মজবুত করতে বাম-অতিবামদের বয়কট করতে হবে। ঠিক হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার ছাত্র সংসদ নির্বাচন হলে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে শাসকদলের ছাত্র সংগঠন।