Breaking News

সন্তানহারা পরিবারকে সান্ত্বনা দিতে স্বপ্নদীপের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপের কুণ্ডুর পরিবারের সঙ্গে আগামিকাল বুধবার দেখা করবে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। আগামিকাল বেলা সাড়ে ১১টা নাগাদ তৃণমূল ভবন থেকে যাত্রা শুরু করবেন তাঁরা। ৫ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ড. কাকলি ঘোষ দস্তিদার, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য. ড. শশী পাঁজা ও সায়নী ঘোষ। এই প্রতিনিধি দল স্বপ্নদীপের পরিবারের সঙ্গে দেখা করে এই বার্তা-ই দেবে যে দল তাদের পাশে আছে। যে কোনও প্রয়োজনে সবরকম সহযোগিতা করা হবে। এই র‌্যাগিং নামক ব্যাধির বিরুদ্ধে আমরা লড়াই করছি। পরিবার খুব তাড়াতাড়ি সুবিচার পাবে।যাদবপুরের পড়ুয়া মৃত্যু নিয়ে সোমবারই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে তৃণমূলের এক প্রতিনিধি দল পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল তৈরি করেছেন তৃণমূল সুপ্রিমো। প্রতিনিধি দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।আগামিকাল এই পাঁচ সদস্যের প্রতিনিধিদল আগামিকাল মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে যাবেন। সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করবেন। মৃত ছাত্রের পরিবারের পাশে যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবরকমভাবে রয়েছেন, সেই বার্তাই পৌঁছে দেবেন ব্রাত্য, শশী, চন্দ্রিমারা।প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু মৃত্যুতে তোলপাড় চলছে। কীভাবে হস্টেলের বারান্দা থেকে নিচে পড়ে গেল প্রথম বর্ষের ওই পড়ুয়া? হস্টেলে কি র‌্যাগিংয়ের শিকার হয়েছিল সে?তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৩। ধৃতদের মধ্যে সৌরভ চৌধুরী যাদবপুরেরই প্রাক্তনী। বাকি দু’জন মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত বর্তমান ছাত্র। হস্টেলেই থাকতেন তাঁরা। ধৃতদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ করেছে শিশু সুরক্ষা কমিশন। নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *