Breaking News

যাদবপুর কাণ্ডে নয়া মোড়!বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে এফআইআর করলেন শুভেন্দু অধিকারী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুরে অশান্তির ঘটনায় এবার পুলিশের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, যাদবপুরে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। টুইটে এফআইআরের কথা জানিয়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সভা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন রেভোলিউশনারি স্টুডেন্টস ফেডারেশনের মধ্যে। তাতে বেশ কয়েকজন ছাত্র আক্রান্ত হন। সেখানে গতকাল যাদবপুর এইট–বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখার সময় কালো পতাকা দেখানো হয় বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে। নানারকম স্লোগান দেওয়া হয় এবং তাঁকে আক্রমণ করা হয় অতর্কিতে বলে আজ, শুক্রবার এফআইআর করলেন শুভেন্দু অধিকারী।এই এফআইআর করা নথি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ফলে ছাত্র মৃত্যুর ঘটনায় একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাপে রয়েছে এই ছাত্র সংগঠন। আর একদিকে শুভেন্দু অধিকারীর এফআইআর করাতে আরও চাপ বাড়ল। কারণ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ছাত্র মৃত্যুর ঘটনায় মার্কসবাদীরা জড়িত বলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দেখানো পথে হেঁটেই শুভেন্দু এফআইআর করলেন।আজ শুক্রবার দু’‌পাতা লিখে এফআইআর করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন, ‘‌গতকাল আমি যাদবপুর গিয়েছিলাম ভারতীয় যুব মোর্চার সভায় যোগ দিতে। তখন আমার উপর আক্রমণ করে কয়েকজন অজ্ঞাতপরিচয়ের আততায়ী। তারা আমার নিরাপত্তা ভেঙে কালো পতাকা এবং স্লোগান দিতে শুরু করে। এই সব অজ্ঞাতপরিচয়ের আততায়ী অতি বাম সংগঠন রেভোলিউশনারি স্টুডেন্টস ফেডারেশনের অন্তর্গত। এই বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা তুলে ধরতেই তাদের কপটতা নেমে আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী কার্যকলাপ চলে। এই ঘটনার প্রেক্ষিতে আমি এফআইআর করলাম।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *