প্রসেনজিৎ ধর,কলকাতা :- রাজ্যের জন্য আরও এক দফা টাকা পাঠানো হল দিল্লি থেকে। পঞ্চদশ অর্থ কমিশনের থেকে বৃহস্পতিবার আরও ৯৯৬ কোটি টাকা পাঠানো হয়েছে। দু’দিন আগেই, গত ২২ অগস্ট পঞ্চদশ অর্থ কমিশনের থেকে বাংলার জন্য ৬৫১ কোটি টাকা পাঠানো হয়েছিল। আর এদিন ফের মোটা অঙ্কের টাকা এল রাজ্যে। সব মিলিয়ে চলতি সপ্তাহে মোট প্রায় ১৬৪৭ কোটি টাকা কেন্দ্র থেকে পেল রাজ্য। মূলত গ্রামীণ উন্নয়নের জন্যই এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে।আর্থিক দিক থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, এই অভিযোগে বরাবর সরব হতে দেখা গিয়েছে শাসকদল তৃণমূলকে |প্রাপ্য বকেয়া ঠিকমতো দিচ্ছে না দিল্লি, আর সেই কারণেই এ রাজ্যের একাধিক উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। বারবার এমনই অভিযোগ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। এ নিয়ে একাধিক আন্দোলনও করেছেন শাসকদলের নেতানেত্রীরা। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রীই কলকাতায় ধরনায় বসেছিলেন। সবরকমভাবে কেন্দ্রের উপর চাপ দেওয়া হয়েছে। কেন্দ্রের পালটা যুক্তি ছিল, রাজ্য বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য ঠিকমতো দিচ্ছে না। তাই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।তবে এবার ধীরে ধীরে সেই প্রাপ্য হাতে পেল রাজ্য। দু’দফায় মোট ১৬৪৭ কোটি টাকা পৌঁছল নবান্নে। পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসকদলের বিপুল সাফল্য এসেছে। আর তারপরই দিল্লি থেকে পাঠানো এই অর্থ নতুন পঞ্চায়েত বোর্ডের কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। এছাড়া সামনেই লোকসভা নির্বাচন | ওয়াকিবহাল মহলের আরেকাংশের মত, নির্বাচনের আগে রাজ্য সরকার যাতে বঞ্চনা নিয়ে বেশি অভিযোগ করতে না পারে, সেই কারণে তড়িঘড়ি দফায় দফায় টাকা পাঠানো হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal