দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে দায়ের হল জোড়া জনস্বার্থ মামলা। অবিলম্বে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআই ও এনআইএ-র হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে।দত্তপুকুর- বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একজন। এর মধ্যেই আবার জোড়া মামলা বিজেপি-র। আদালতের দ্বারস্থ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজর্ষি লাহিড়ি। সিবিআই ও এনআইএ তদন্তের দাবিতে মামলা করা হয়েছে বলে খবর।সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার আবেদন জানানো হয়। মামলাটি গ্রহণ করেছে বেঞ্চ। মামলাকারীর আইনজীবীর অভিযোগ,বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতার জড়িত থাকার প্রমাণ স্পষ্ট। রাজ্য পুলিশের হাতে তদন্তভার থাকলে তাঁরা প্রভাবিত হতে পারেন। নষ্ট করে দেওয়া হতে পারে বিস্ফোরণ কাণ্ডের বহু তথ্য। তাই সিবিআই ও এনআইএ-র য়তো কেন্দ্রীয় বা জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা জরুরি।আগামীকাল সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলায় রাজ্য পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে অবিলম্বে রাজ্য পুলিশ থেকে তদন্ত ভার স্থানান্তরের আবেদন মামলাকারির। বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়।রবিবার বিস্ফোরণের ঘটনার পরই এনআইএ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছিল বিজেপি। শমীক ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন, কোন শব্দ তৈরি করতে গেলে স্টোনচিপস লাগে?তাঁর দাবি ছিল, ওই এলাকায় স্টোন চিপস সহ একাধিক রাসায়নিকের সন্ধান মিলেছে। ওই এলাকায় লুকিয়ে বোমা তৈরি হত, মারণাস্ত্র তৈরি হত। আর জেলায়-জেলায় এই বোমা তৈরি হচ্ছে বলে দাবি করেছিলেন শমীক। আর এই তদন্ত রাজ্য পুলিশকে দিয়ে হবে না বলেও স্পষ্ট জানান বিজেপি নেতা। এরপরই এনআইএ তদন্তের দাবি জানান |