প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার ধর্মতলায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা যে দাবি করলেন তাতে রাজ্য রাজনীতি আন্দোলিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রইল। মমতা বলেন, “কালকে আমাকে একজন মেসেজ দিয়েছে, অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে”| এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির তল্লাশির কথাও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় | তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে বোমা দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । বিস্ফোরক দাবি করলেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে গ্রেফতার করা হবে! ভোটের আগেই গ্রেফতার করা হবে! এরকম মেসেজ করা হয়েছে তাঁকে। নাম না করে এই প্রসঙ্গে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি সরকারের দিকেই। মমতা বলেন, ‘ভিনডিকটিভ সরকার। আমাকে একজন মেসেজ করেছে, অভিষেককে ভোটের আগে গ্রেফতার করব।’ তোপ দাগেন,’ওই তথ্যগুলো তোমরা কম্পিউটারে ঢুকিয়ে দিয়েছ।’ এদিন তিনি আরও তোপ দাগেন, বিজেপি-বাম-কংগ্রেস সব মিশে গিয়েছে। সব এক, লাল আবির! প্রসঙ্গ, লিপস অ্যান্ড বাউন্ডস বিতর্ক | কোম্পানির কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করার অভিযোগ ইডির বিরুদ্ধে। ২৫ অগাস্ট লালবাজারের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চন্দন বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন,’তল্লাশি চলাকালীন লিপ্স অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬ ফাইল ডাউনলোড করেছে ইডি। ওই ফাইলগুলির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সসের কোনও সম্পর্ক নেই।’ যারপরই বিতর্ক ছড়ায়।