প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধ করতে ইসরোর কাছে প্রযুক্তিগত সাহায্য চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ নিয়ে ইসরোর সঙ্গে আলোচনা করার জন্য নবনিযুক্ত অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে দায়িত্বও দিয়েছিলেন। সেই গত শুক্রবার উপাচার্য ইসরোর সঙ্গে এ নিয়ে আলোচনায়ও করেছিলেন। এ বার তাদের প্রতিনিধি দল আসতে পারে বিশ্ববিদ্যালয়ে।আগামিকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রতিনিধিরা। ঘুরে দেখবেন ক্যাম্পাস।যাদবপুরের ছাত্রমৃত্যুতে তোলপাড় গোটা বাংলা। গ্রেপ্তার হয়েছেন ১৩ জন। উঠে এসেছে ব়্যাগিংয়ের তত্ত্বে। ব়্যাগিং রুখতে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। শুধু যাদবপুর পর, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই অ্যান্টি ব়্যাগিং কমিটি তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহারে শিক্ষাঙ্গনে ব়্যাগিং বন্ধ করার কোনও উপায় রয়েছে কি না, তা নিয়েও আলোচনা করেন তিনি।তার পরিপ্রেক্ষিতেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইসরোর প্রতিনিধি দল। সূত্রের খবর, আগেই বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে পরিদর্শনের জন্য ৩১ ও ১ তারিখের কথা জানিয়েছিল ইসরো। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, ৩১ আগস্ট প্রতিনিধি দল এলে কোনও সমস্যা নেই। তবে ১ সেপ্টেম্বর কিছু সমস্যা রয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখনও ইসরোর কোনও উত্তর মেলেনি বলেই খবর। তবে অনুমান করা হচ্ছে, আগামিকালই আসবে প্রতিনিধি দল। এ বিষয়ে উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “ইসরোর প্রতিনিধি দল আসবে। কথা হয়েছে। তবে দিন এখনও চূড়ান্ত হয়নি।”বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইসরোর প্রতিনিধিরা মূলত দেখবে, ভিডিয়ো অ্যানালিটিক্স, টার্গেট ফিক্সিং এর মতো প্রযুক্তি যাদবপুরে কাজ করবে কি না। রেডিয়ো ফ্রিকোয়েন্সি ব্যবহার নিয়ে ওই দিন একটি বৈঠক হতে পারে। হস্টেলেও কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা সম্ভব, বুঝে নিতে হস্টেলেও যেতে পারে ইসরোর প্রতিনিধি দল।