Breaking News

১৪ সালে চণ্ডিতলায় একটি যুবক খুনের ঘটনায় ৩ অভিযুক্ত বেকসুর খালাস পেলেন শ্রীরামপুর মহকুমা আদালত থেকে!

প্রসেনজিৎ ধর, হুগলি :- ২০১৪ সালে হুগলির চণ্ডীতলায় অভিজিৎ ঘোষের মৃত্যুর ঘটনায় শ্রীরামপুর মহকুমা আদালত থেকে বেকসুর খালাস পেল মূল অভিযুক্ত সন্তু ঘোষ | প্রসঙ্গত, জয়ন্তী ঘোষ নামে এক ভদ্রমহিলা চণ্ডীতলা পুলিশ স্টেশনে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর এফআইআর করেন | অভিযোগ ছিল তার ছেলে অভিজিৎ ঘোষকে সন্তু ঘোষ,লাল্টু এবং জয়ন্ত খেকো মিলে খুন করেছে | মাথায় আঘাত করার ফলে গুরুতর আহত হয় অভিজিৎ এবং পরবর্তীকালে তার অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় | এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন জন গ্রেফতার হলেও সন্তু ঘোষ প্রথম থেকেই জেল হেফাজতে ছিলেন | বাকি ২ জন লাল্টু এবং জয়ন্ত খেকোর জামিন মঞ্জুর হয়েছিল | এদের প্রত্যেকের বাড়ি চণ্ডীতলার পায়রাগাছায় | এদিন মূল অভিযুক্ত সন্তু ঘোষ বেকসুর খালাস পেল | সন্তু ঘোষের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় এদিন তিনি শ্রীরামপুর মহকুমা আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন |
এদিন সন্তু ঘোষের আইনজীবি ডিএন পাকরাশি জানান তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন | সন্তু ঘোষ জামিন পাওয়ায় তাঁর বৃদ্ধা মা এবং বাড়ির লোক খুশি বলে এদিন জানান তিনি|সহকারী আইনজীবী রাধা ভৌমিক বলেন আমাদের মক্কেল নির্দোষ তাই আদালত বেকসুর খালাস করেছেন |যদিও সরকারি আইনজীবী জয়দীপ মুখার্জি বলেন আমরা উচ্চ আদালতে যাবো | আদালতের উপর মানুষের ভরসা আছে তাও বিচার পাবেন ওই পরিবারটি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *