দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একদিকে যখন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ না করায় প্রশ্ন তুলে তাদের কড়া কড়া প্রশ্ন করছে আদালত, তখন পালটা ইডির তৎপরতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেকের আইনজীবী। বিচারপতি শুক্রবার মামলা শুনবেন। এদিনের আবেদন এবং আগের মামলার মধ্যে কোনও যোগ রয়েছে কিনা, তা দেখা হবে। আদালত সন্তুষ্ট হলে শুনানি হবে। সূত্রের খবর, নতুন আবেদনে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির তল্লাশি পর্বে সিজার লিস্টে যাবতীয় তথ্য সামনে আনার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে সম্প্রতি অভিযান চালায় ইডি। ইডির প্রেস রিলিজ অনুযায়ী, সেখানে থেকে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায়ের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-স্টেটমেন্ট বাজেয়াপ্ত করেন তদন্তকারী অফিসাররা। সংস্থার ওই অফিসের তিনটি কম্পিউটারের নথি খতিয়ে দেখে একটি হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা।নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের ECIR খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মাসে সেই মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরই মধ্যে গত ২০ অগাস্ট লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটি সংস্থার নিউ আলিপুরের দফতরে তল্লাশি চালায় ইডি। প্রচুর নথি ছাড়াও ১টি মোবাইল ফোন ও ১টি কম্পিউটার হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে নিয়ে যায় তারা। ইডির দাবি ওই সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির কালো টাকা ঘুরপথে ওই সংস্থায় এসেছে বলে দাবি তদন্তকারীদের।সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়ে ইডি। বিচারপতি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও। তাহলে তাঁকে তলব করে জেরা করছেন না কেন? আপনারা কি কাউকে ভয় পাচ্ছেন? নীচের থেকে তদন্ত করে আপনারা এই পর্যন্ত এসেছেন। এখন আপনাদের তদন্ত করতে বাধা দিচ্ছে কে? যদিও ইডির তরফে জানানো হয়, এই তদন্তে অভিষেককে আবার তলব করবে ইডি।ইডি-র প্রেস রিলিজে সুজয়কৃষ্ণ ভদ্রকে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির COO অর্থাৎ চিফ অপারেটিং অফিসার হিসাবে উল্লেখ করেছেন। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওই কোম্পানির ডিরেক্টর ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই কোম্পানিতে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ডিরেক্টর ছিলেন। কিন্তু লিপস অ্যান্ড বাউন্ডসে তিনি এখনও সিইও রয়েছেন বলে প্রেস রিলিজে দাবি করেছে ইডি। অভিষেক এখনও ওই কোম্পানির সিইও।