দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। রবিবার প্রচার শেষ। সকাল থেকে প্রচারের ঝড় উঠেছে। শনিবার তৃণমূল প্রার্থী নির্মল রায়ের হয়ে প্রচারে এসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি, ধুপগুড়িকে মহকুমা করতে হবে। তা নিয়ে আন্দোলনও চলছিল। ২০২১ এর বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে এসে শিগগিরই ধুপগুড়ি মহকুমা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর দুবছর কেটে গিয়েছে। কিছুই হয়নি। এবারের উপনির্বাচনেও এটা একটা বড় ইস্যু ছিল। অভিষেক শনিবার ঘোষণা করেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ধুপগুড়ি মহকুমা হবেই। তিনি বলেন, আমি দেখছি, দেখব, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব, এসব বলতে পারতাম। কিন্তু আমি এক কথার মানুষ। বলে গেলাম যা, তা করে ছাড়ব |ধূপগুড়িতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময়, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত ২ বছরে নিষ্ক্রিয়তা নিয়ে বিজেপি নেতাদের প্রশ্ন করে তিনি বলেন, “ধূপগুড়ির মানুষ একটি মহকুমা চান, কিন্তু নির্বাচিত বিজেপি প্রতিনিধিরা বিধানসভায় এই দাবিটি কতবার তুলেছেন? বিজেপি কি বিধানসভায় কোনও প্রশ্ন করেছে? নাকি হাউসে একবারও ধূপগুড়ির নাম নিয়েছে? বিধানসভা বা লোকসভার কথা বাদ দিন, গত দুই বছরে বিজেপির কোনও নেতা কি তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ধূপগুড়ি মহকুমা নিয়ে কথা বলেছেন?”। অন্যদিকে, ছুটির দিন রবিবার, সকাল থেকেই শুভেন্দু-সুকান্তের প্রচার চলছে ধূপগুড়িতে।শনিবার প্রচারে এসেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, অভিষেক সরকারের কে। তিনি কোন এক্তিয়ারে এই ঘোষণা করেন? মুখ্যমন্ত্রী বললে তবু একরকম বোঝা যেত। মন্ত্রিসভা কোনও সিদ্ধান্ত নিয়েছে? এটা তো নির্বাচনী বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। সুজন ছাড়া দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রচারে এসেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ওই মঞ্চ থেকেই সেলিমের সুরে রাজ্য থেকে বিজেপি, তৃণমূল হঠানোর ডাক দিয়েছেন। কংগ্রেস সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে এখানে সমর্থন করছে। তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী মাটি আগলে পড়ে আছেন। বিজেপি প্রার্থী করেছে কাশ্মীরে নিহত সেনা জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ঘাঁটি গেড়ে বসে আছেন ধুপগুড়িতে। এই আসন বিজেপি ধরে রাখতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন। এখানকার বিজেপি বিধায়কের অকাল মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে।