প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের কলকাতায় ক্রিকেট বেটিং চক্রের হদিশ। ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই বহুতলের বেসমেন্টে গাড়ির মধ্যে চলছিল ক্রিকেট জুয়া। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।শনিবার রাতে ওয়াটারলু স্ট্রিটের একটি বহুতলে হানা দেয় কলকাতা পুলিশের বাহিনী। গাড়ির মধ্যে থেকে তিনটি মোবাইল উদ্ধার করে তারা। যার মাধ্যমে বেটিং চক্র পরিচালনা করা হচ্ছিল। আর বেটিং চক্রে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ২৯ বছর বয়সি সত্যেন্দ্র যাদব এবং ৩৩ বছরের সুমিত সিং। দুজনই হাওড়ার বাসিন্দা।প্রসঙ্গত, আইপিএল ম্যাচের সময়ও কলকাতায় একের পর এক ক্রিকেট বুকি, বেটিং চক্রের হদিশ মিলছিল। পুলিশের চোখ এড়াতে ভ্রাম্যমান গাড়িতে চলছে ক্রিকেট বেটিং। এবার সেই বহুতলের বেসমেন্ট পার্কিংয়ে চলছিল সেই চক্র। যদিও পুলিশের তৎপরতায় ফাঁস হল বেটিং চক্রটি।