Breaking News

বিদ্যালয় আছে,শিক্ষক আছে কিন্তু ছাত্র নেই!মোট ছাত্র ছাত্রী ২৭,শিক্ষক দিবসের তেমন উন্মাদনা নেই কোন্নগর নগেন্দ্রকুন্ডু স্কুলে

প্রসেনজিৎ ধর, হুগলি :- প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়| ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী ৫ সেপ্টেম্বর | সেদিনই শিক্ষক দিবস পালন করা হয় | এই দিনে শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে | এই দিন দেশের বিভিন্ন স্কুলে সিনিয়র শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এই দিনটি তাঁদের কাজ থেকে বিরতি দিয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে জুনিয়র ছাত্র-ছাত্রীদের ক্লাস নেয় | তবে হুগলির এই বিদ্যালয়ে শিক্ষক দিবসের তেমন উন্মাদনা নেই | কারণ এই বিদ্যালয়ে শিক্ষক আছে কিন্তু ছাত্র-ছাত্রী নেই | আর তাই শিক্ষক দিবসের দিন আক্ষেপের সুর কোন্নগর নগেন্দ্রনাথ কুন্ড হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গলায়| এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত থাকলেও ছাত্র ছাত্রীর সংখা হাতে গোনা মাত্র ২৭জন | আর শিক্ষক অশিক্ষক কর্মী আছেন প্রায় ১৫জন | যদিও আজ শিক্ষক দিবসের দিন হাতে গোনা কয়েকজন শিক্ষক শিক্ষিকা ছিলেন স্কুলে |
একসময় এই স্কুলেই শিক্ষক দিবসের দিন গমগম করতো স্কুল চত্বর | কিন্তু সেই সব এখন অতীত | বিদ্যালয়ের এক শিক্ষক জানান, স্কুলে ছাত্র ছাত্রীদের সংখ্যা কমেছে আর তাই আমরা প্রাক্তন ছাত্র ছাত্রী দের কাছে আবেদন করবো তারা এগিয়ে আসুক স্কুল বাঁচাতে | অপর শিক্ষাকা জানান আমরা যখন স্কুলে পড়তাম তখন শিক্ষক দিবস মানে গান বাজনা হৈ হুল্লোড় খাওয়া দাওয়া হতো কিন্তু আমাদের স্কুলে সেটা হয় না ছাত্র ছাত্রীর সংখ্যা কম থাকায় | এমনকি স্কুল বাঁচাতে স্কুল বাঁচাও কমিটি করা হয়েছে বলে জানান এক শিক্ষক | তিনি এলাকার মানুষদের অনুরোধ জানান,এলাকার বিশিষ্ট মানুষরা যাতে স্কুল বাঁচানোর জন্য এগিয়ে আসেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *