প্রসেনজিৎ ধর :- টোটো চালকদের জন্য চালু নতুন বিধিনিষেধ | এবার থেকে জাতীয় বা রাজ্য সড়কে চালানো যাবে না অটো রিক্সা বা টোটো | মঙ্গলবার পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন|সম্প্রতি পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, জাতীয় সড়কের অবৈধ যান চলাচল বন্ধ করার বিষয়ে ভাবনা চিন্তা করছে তাঁর দফতর | সেই কথা মতোই এ বার কড়া পদক্ষেপ নিল পরিবহণ দফতর | ওই নিষেধাজ্ঞার আওতায় অটো টোটো ছাড়াও রয়েছে পরিবহণ দফতরের অনুমোদনহীন তিন চাকার যান | অবৈধ অটো রিক্সা বা টোটো চালানোর ফলে জাতীয় বা রাজ্য সড়কে যানজট তৈরি হচ্ছে,তার প্রেক্ষিতেই এই বিজ্ঞপ্তি | এ জন্য পুরনিগম, পুরসভা, স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের সাহায্য নিতে হবে। সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতেই যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা স্থানীয় প্রশাসন মারফত সংশ্লিষ্ট এলাকাবাসীকে অবগত করতে বলা হয়েছে | মূলত এই নির্দেশিকাটি জেলাশাসকদের উদ্দেশ্য জারি করা হয়েছে। সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তি হাতে পাওয়া মাত্রই তা কার্যকর করতে হবে |বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই ধরনের অবৈধ যান জাতীয় তথা রাজ্য সড়কে চলাচলের ফলে প্রতিদিন যানজট বাড়ছে | আর সেই যানজটের ফলেই বাড়ছে দুর্ঘটনা | সেই দুর্ঘটনার এড়াতেই এই নির্দেশনামা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে |