দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
রাজ্যে ‘ডেটা রিসার্চ সেন্টার’ চালু করতে হবে। এই মর্মে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই বিষয়ে আলোকপাত করেন। আর অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পদস্থ কর্তাদের এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনকী বিষয়টি নিয়ে মুখ্যসচিবকেও কাজ করার নির্দেশ দেন।সময়ের সঙ্গে পাল্লা দিতে রাজ্যে চালু হবে ডেটা রিসার্চ সেন্টার। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার এক ভাইঝি আমেরিকার শিকাগোয় ডেটা সায়েন্সে কাজ করে।ওকে বললাম, তুই বাংলায় আসছিস না কেন? ও বলল, আমরা ডেটা সায়েন্সের কাজ করি। আগামী দিনে কী হতে যাচ্ছে, তার উপর সমীক্ষার কাজ করে। সেখানে অনেক কলেজ, ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্স পড়ানো হয়। তাই, এই ধরনের কাজের সুযোগ বেশি।’ মুখ্যমন্ত্রী এই রাজ্যেও ডেটা রিসার্চ সেন্টার গড়ে তোলার জন্য শিক্ষামন্ত্রী ও মুখ্যসচিবকে নির্দেশ দেন।এখন এই ডেটা রিসার্চ সেন্টার নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এখানে আবার অনেকে কর্মসংস্থান হবে বলে ভাবছেন।এদিনের অনুষ্ঠানে পাঁচজনের হাতে শিক্ষারত্ন সম্মান তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে— যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কল্যাণকুমার চট্টোপাধ্যায়, কড়েয়া গভর্নমেন্ট স্কুলের আবদুল হালিক, কুমার আশুতোষ ইনস্টিটিউশন (মেন) বয়েজের অর্পিতা বন্দ্যোপাধ্যায় এবং ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের রাজা দে আছেন। সেন্ট অগাস্টিন ডে স্কুলের পক্ষ থেকে ৬ লক্ষ টাকা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই স্কুলে ক্রিকেট খেলার পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যের পক্ষ থেকেও ২ লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন।
Hindustan TV Bangla Bengali News Portal