Breaking News

‘বাংলা দিবস’ পালিত হোক ১ বৈশাখই,বিধানসভায় প্রস্তাব আজ-ই!রাজ্যগান হবে ‘বাংলার মাটি’

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পয়লা বৈশাখ-ই হতে চলেছে ‘বাংলা দিবস’। আর ‘বাংলার মাটি বাংলার জল’ হতে চলেছে রাজ্য সংগীত। আগামী পয়সা বৈশাখ থেকেই পালিত হবে ‘বাংলা দিবস।’ এই মর্মে আজই বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার সূত্রের খবর এমনই।
বৃহস্পতিবারই বিধানসভায় এই প্রস্তাব পেশ করতে চলেছে রাজ্য সরকার। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বিধানসভায়। যেহেতু শাসকদল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, তাই এই প্রস্তাব অনায়াসে পাশ হয়ে যাবে।গত ২৮ আগস্ট বাংলা দিবস নিয়ে সর্বদল কনভেনশন ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |কনভেনশনের দুটি উদ্দেশ্য ছিল, এক রাজ্যের নির্দিষ্ট দিবস চূড়ান্ত করা। অপরটি নিজস্ব গান ঠিক করা। সেদিন বাংলা দিবস হিসাবে ১৫ আগস্ট, রাখী বন্ধন, এমনকি ২৩ জানুয়ারির কথাও আলোচনা করা হয়। তবে আলোচনার প্রেক্ষিতে এগিয়ে ছিল ১ বৈশাখই। শেষপর্যন্ত সেই দিনটাকেই রাজ্য দিবস হিসাবে বেছে নিয়েছে রাজ্য সরকার। সেটাই আজ প্রস্তাব আকারে পেশ করা হবে বিধানসভায়। সেই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।এর আগে, কেন্দ্রের নির্দেশিকা মেনে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনে। যাতে আপত্তি জানান মমতা বন্দোপাধ্যায় । তিনি বলেন, ‘২০ জুন নাকি বাংলার প্রতিষ্ঠাদিবস | আমি তো জীবনে শুনিনি। আপনারা কেউ শুনে থাকলে বলবেন। এই দিনটা হবে না। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতিবাদপত্র লিখেছি’।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *