প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যপাল সই না করলে যায় আসে না। সবকিছু চাপিয়ে দেওয়া যায় না। আমরা পয়লা বৈশাখ দিনটিকেই পালন করব। বিধানসভায় পয়লা বৈশাখকে ‘বাংলা দিবস’ পালনের পক্ষে জোর সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় |১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, আর রাজ্যসঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’৷ বিতর্কের আবহেই বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে প্রস্তাব পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
৯৯ শতাংশ জনমতই পয়লা বৈশাখ দিনটিতে ‘বাংলা দিবস’ পালনের পক্ষে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখার পরই প্রস্তাব পাশ বলে ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন ১৬৭-৬২ ভোটে প্রস্তাব পাশ হয়ে যায়। একজন অনুপস্থিত ছিলেন। অর্থাৎ পয়লা বৈশাখ ‘বাংলা দিবস’ পালিত হবে বলে প্রস্তাব পাশ হয়। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দৃঢ়সংকল্প যে পয়লা বৈশাখ দিনটিতে ‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব রাজ্য সরকারের তরফে রাজ্যপালের কাছে পাঠানো হলে যাতে সই না করা হয়, তার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানাবেন বিরোধীরা। নিজের বক্তব্য এই প্রসঙ্গটি উল্লেখ করে মুখ্যমন্ত্রীরও পালটা হুঁশিয়ারি, ”রাজ্যপাল সই না করলেও আমরা ওই দিনটিতেই বাংলা দিবস হিসেবে পালন করব।” এনিয়ে দীর্ঘ ইতিহাসের কথাও বিস্তারিত বলেন মুখ্যমন্ত্রী।বিরোধী বিজেপি অবশ্য ওই প্রস্তাবের বিরোধিতা করে। বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ১৯৪৭ সালের ২০ জুন প্রাদেশিক আইনসভায় বাংলা ভাগ নিয়ে ভোটাভুটি শুরু হয়েছিল। সেই কারণেই আমরা ওই দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করি। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। হঠাৎ তৃণমূল সরকারের কী এমন প্রয়োজন পড়ল যে, আলাদা করে বাংলা দিবস পালন করতে হবে? তাঁর অভিযোগ, আসলে এই সরকার ইতিহাস গুলিয়ে দিতে চাইছে। এদিন বিজেপি সদস্যরা বিধানসভায় একটি গেঞ্জি গায়ে দিয়ে আসেন। তার পিছন দিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ছবি আঁকা। সামনে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস লেখা ছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী সদস্যদের ওই রকম পোশাক পরে আসার বিরোধিতা করেন।
বাংলা দিবস’ পালনের প্রস্তাব পেশ হতেই উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। এদিন একযোগে ১ বৈশাখ ‘বাংলা দিবস’ পালনের বিরোধিতায় সরব হল বিজেপি ও আইএসএফ | বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় বারবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। শুভেন্দুকে ‘হরিদাস পাল’ বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়করা। পালটা শুভেন্দুবাবু বললেন, ‘ইতিহাস আপনারা বদলাতে পারবেন না।’