Breaking News

নিজের বেতন বাড়ালেন না মুখ্যমন্ত্রী!তবে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বাড়ল একলাফে ৪০ হাজার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুজোর আগে রাজ্যের বিধায়কদের জন্য সুখবর। একধাক্কায় ৪০ হাজার টাকা বেতন বাড়ল তাঁদের। এতদিন মাত্র মাসিক ১০ হাজার টাকা বেতন পেতেন তাঁরা। এবার তা বেড়ে দাঁড়াল মাসিক ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এবার থেকে কত টাকা হাতে পাবেন বিধায়করা?এতদিন যাবৎ বিধায়করা বেতন হিসেবে মাসে হাতে পেতেন ১০ হাজার টাকা। অন্যান্য ভাতা ও বৈঠকে যোগ দিলে সেই বাবদ মাসিক প্রাপ্য দাঁড়াত ৮০-৮২ হাজার টাকা। এবার সেই প্রাপ্য বেড়ে দাঁড়াবে লাখ টাকার বেশি। আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার মন্ত্রী এবং বিধায়কদের জন্য সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্য বিধানসভার মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বেতন বৃদ্ধি কিন্তু শুধু নিজের মন্ত্রী–বিধায়কদের জন্য নয়। বিরোধী আসনে বসা বিধায়করাও বর্ধিত বেতন পাবেন। সেটা পাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বেতন বাড়ালেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার।অন্যদিকে এতদিন রাজ্যের বিধায়করা মাসে ১০ হাজার টাকা ভাতা পেতেন। এখন থেকে সেই ভাতা বেড়ে হচ্ছে ৫০ হাজার টাকা। যা শুনে রাজ্যের বিধায়কদের মুখে হাসি ফুটেছে। আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীও এই বর্ধিত বেতন পাবেন। একইভাবে এতদিন পশ্চিমবঙ্গ বিধানসভার পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ছিল ভাতা–সহ ১ লাখ ১০ হাজার টাকা। এদিন মুখ্যমন্ত্রী ৪০ হাজার টাকা বাড়িয়ে দিলেন। সুতরাং সেটা বেড়ে হল দেড় লাখ টাকা। প্রতিমন্ত্রীদের মোট বেতন ভাতা–সহ ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। নতুন নিয়মে তাঁরা পাবেন ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। বিধায়কদের মোট বেতন–ভাতা ছিল ৮১ হাজার টাকা। এখন থেকে সমস্ত বিধায়করা প্রত্যেক মাসে পাবেন ১ লাখ ২১ হাজার টাকা।মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই নিয়ে দু’‌বার বেতন বাড়ল মন্ত্রী–বিধায়কদের। এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’‌ এবার এক ধাক্কায় মন্ত্রী–বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় বৈষম্য অনেকটা ঘুচল বলেই মনে করছেন সবাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *