Breaking News

বিজেপি-র কাছ থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল!

নিজস্ব সংবাদদাতা :- ধূপগুড়ি উপনির্বাচনে প্রথম দিকে পিছিয়ে থাকলেও, শেষের রাউন্ড গুলিতে এগিয়ে থেকে ৪৮৮৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। জানা গেছে, সপ্তম রাউন্ডের শেষে বিজেপি পেয়েছে ৬৯,৫০৯টি ভোট। তৃণমূল পেয়েছে ৭২,৪৪০টি ভোট |বিজেপি প্রার্থী তাপসী রায়ের থেকে নির্মলচন্দ্র রায় এগিয়ে ছিলেন শেষের দিকে। প্রথম দিকে অবশ্য এগিয়ে ছিল বিজেপি। সূত্রের খবর, চতুর্থ রাউন্ড শেষে তাপসী রায় পেয়েছেন ৩৮,৭৩৬ ভোট, নির্মলচন্দ্ৰ রায় পেয়েছেন ৩৯,০৯৬ ভোট। এর পরেই শুরু হয়েছে আবির খেলা। শুক্রবার গণনার শুরুতে বেশ খানিকটা এগিয়ে ছিল বিজেপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগোতে থাকে তৃণমূল প্রার্থী। ধূপগুড়িতে উপ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের নির্মলচন্দ্র রায় |৪ হাজার ৩৪৪ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপসী রায়কে পরাজিত করলেন তিনি | রাজবংশী অধ্যুষিত উত্তরবঙ্গের এই বিধানসভা কেন্দ্রে কাঙ্ক্ষিত জয় পেয়ে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে খানিক স্বস্তি তৃণমূল শিবিরে | জয়ের পরে এই উপ নির্বাচনে তৃণমূলের অন্যতম কাণ্ডারী শিলিগুড়ির মেয়র গৌতম দেব বললেন, ‘‘আমরা প্রত্যয়ের সঙ্গে কাজ করেছি | দিন যত এগিয়েছে ততই আমাদের ভোট বেড়েছে৷ দলীয় নেতৃত্ব যে হিসাব কষেছিলেন, সেইরকমই ফলাফল হয়েছে | চব্বিশেও দার্জিলিঙের সব লোকসভা আসনে আমরাই জিতব |’’ ধূপগুড়ির জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেকেও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *